পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রেল রোকো বিক্ষোভে বাতিল হওয়া ট্রেনের তালিকা - রেল খবর

রেল রোকোর জেরে একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে । পাশাপাশি, একাধিক ট্রেন আংশিকভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

rail
রেল রোকো বিক্ষোভে বাতিল হওয়া ট্রেনের তালিকা

By

Published : Dec 12, 2019, 2:35 AM IST

কলকাতা, 12 ডিসেম্বর : নর্থ ফ্রন্টিয়ার রেলের তিনসুকিয়া ও লুন্ডিং বিভাগের সঙ্গে যুক্ত বেশ কয়েকটি সংগঠন 'রেল রোকোর' ডাক দিয়েছে । এই রেল রোকোর জেরে একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে । পাশাপাশি, একাধিক ট্রেন আংশিকভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

যেসব ট্রেন বাতিল করা হয়েছে এক নজরে তার তালিকা:

12525 কলকাতা ডিব্রুগড় এক্সপ্রেস যেটি কলকাতা থেকে 11.12.2019 তারিখে ছাড়ার কথা ছিল ।
15959 কামরূপ এক্সপ্রেস হাওড়া থেকে 12.12.2019 তারিখে ছাড়ার কথা ছিল ।
15942 ডিব্রুগড় ঝাঁঝা এক্সপ্রেস যেটি ডিব্রুগড় থেকে 12.12.2019 তারিখে ছাড়ার কথা ছিল ।
15941 ঝাঁঝা ডিব্রুগড় এক্সপ্রেস যেটি ঝাঁঝা থেকে 13.12.2019 তারিখে ছাড়ার কথা ছিল ।

যে সব ট্রেন আংশিকভাবে বাতিল হয়েছে এক নজরে তার তালিকা :

15959 কামরূপ এক্সপ্রেস যেটি 10.12.2019 তারিখে হাওড়া থেকে ছেড়েছিল, ট্রেনটি গুয়াহাটিতে যাত্রা সংক্ষিপ্ত হবে ।
15960 কামরূপ এক্সপ্রেস ট্রেনটি 12 এবং 13.12.2019 তারিখে গুয়াহাটি থেকে ছাড়বে ।
15956 ব্রহ্মপুত্র মেল গুয়াহাটিতে যাত্রা সম্পূর্ণ করবে ও ডাউন ট্রেন গুয়াহাটি থেকে আবার 12.12.2019 তারিখে ছাড়বে ।

অন্যদিকে নর্থ সেন্ট্রাল রেলওয়ের এলাহাবাদ বিভাগে গোবিন্দপুর ও ভীম সেন স্টেশনের মধ্যে মেরামতের কাজের জন্য 13007 আপ হাওড়া শ্রীগঙ্গানগর উদয়ন আভা তুফান এক্সপ্রেস বাতিল করা হয়েছে৷ এটি হাওড়া থেকে ছাড়ে ৷ 13.12.2019 থেকে 13.1.2020 তারিখ পর্যন্ত ছাড়ার কথা ছিল ৷ শ্রীগঙ্গানগর- হাওড়া উদয়ন আভা তুফান এক্সপ্রেসও বাতিল হয়েছে ৷ এটি শ্রীগঙ্গানগর থেকে 13.12.2019 থেকে 13.1.2020 তারিখ পর্যন্ত ছাড়ার কথা ছিল ৷

ABOUT THE AUTHOR

...view details