দিল্লি, 11 ডিসেম্বর : আক্রমণকেই হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী ৷ রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশের আগেই নিজেদের সমর্থন মজবুতের পাশাপাশি প্রধানমন্ত্রীর নিশানায় কংগ্রেস-বাম সহ একাধিক বিরোধী দল ৷ কোনও নির্দিষ্ট দলের প্রতি আঙুল না তুলেও প্রধানমন্ত্রীর কটাক্ষ, বেশ কিছু রাজনৈতিক দল পাকিস্তানের ভাষায় কথা বলছে ৷ এদিনই, রাহুল গান্ধি এই বিলের বিরোধিতা করে টুইট করেন, 'উত্তর-পূর্ব ভারতে এটি একটি দুষ্কৃতিমূলক আক্রমণ ৷'
আজ রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করতে চলেছে কেন্দ্র ৷ দীর্ঘ চড়াই উতরাই টোপকে দিন কয়েক আগেই লোকসভায় এই বিল পাশ হয় ৷ লোকসভায় সংখ্যা গরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় কিন্তু এখনও ব্যাকফুটে টিম মোদি-শাহ ৷ যদিও, তাঁদের দাবি, বিল পাশ করতে প্রয়োজনীয় সংখ্যা গরিষ্ঠতা রয়েছে তাঁদের ৷ কীভাবে, কোন পরিসংখ্যানে রাজ্যসভা থেকে নিরাপদে বিলটা পাশ করাতে পারবে, তা নিয়ে আজ দলীয় সাংসদদের নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী ৷ সংসদীয় বৈঠকে রাজ্যসভায় কোন কোন নেতার কী কী ভূমিকা হবে তা নিয়ে আলোচনা হয় ৷ ইতিমধ্যেই, আজকের অধিবেশনে যোগ দেওয়ার জন্য হুইপ জারি করেছে BJP ৷ অমিত শাহদের দাবি, প্রয়োজনীয় সংখ্যা গরিষ্ঠতা থেকে বেশ কিছু সমর্থন হাসিল করে ফেলেছেন তাঁরা ৷ যদিও, মুখের সঙ্গে বাস্তবের যে ফারাক রয়েছে, তা ভালোভাবেই জানেন মোদি-শাহরা ৷ যাতে, শেষ মুহূর্তে বিল পেশ-পাশ করতে বিন্দুমাত্র সমস্যা না হয়, সে জন্য আজকের সংসদীয় বৈঠক ৷