গুয়াহাটি, 12 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিল 2019 বিরোধী আন্দোলনে গুয়াহাটিতে পুলিশের গুলিতে 2 জনের মৃত্যু হয়েছে । জখম তিন জন । তাঁরা গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ।
সোমবার লোকসভায় CAB পাশ হওয়ার পর থেকেই অসম ও ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতের অন্য রাজ্যগুলিতে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয় । বুধবার রাতে রাজ্যসভাতেও বিলটি পাশ হয় । তারপরেই অসমে প্রতিবাদ বিক্ষোভ তীব্র হয় । কারফিউ জারি করা হয় গুয়াহাটি ও ডিব্রুগড়ে । অসমের 10টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে । নামানো হয়েছে আধা-সেনা । বিক্ষোভ আন্দোলনে প্রধান ভূমিকা নিয়েছে গুয়াহাটির কটন বিশ্ববিদ্যালয়, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়, তেজপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের ছাত্ররা । বিক্ষোভ আন্দোলনে যোগ দিয়েছে শিক্ষকরাও । রাজ্যে বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল । বিমান পরিষেবাও বন্ধ । বৃহস্পতিবার গুয়াহাটি বিমানবন্দর থেকে 13টি উড়ান বাতিল হয়েছে । 178 জন যাত্রী ডিব্রুগড় বিমানবন্দরে আটকে ছিলেন । তাঁদের বৃহস্পতিবার বিমানে গুয়াহাটি আনা হয়েছে ।