পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মুজ়ফফরপুরে লাইনচ্যুত কলকাতাগামী পূজা স্পেশাল, আহত কমপক্ষে 6

ট্রেন দুর্ঘটনার ছবি
ট্রেন দুর্ঘটনার ছবি

By

Published : Oct 20, 2020, 8:00 PM IST

Updated : Oct 20, 2020, 9:44 PM IST

19:57 October 20

মুজ়ফফরপুরে লাইনচ্যুত গোরখপুর-কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেসের দু'টি কামরা ।

মুজ়ফফরপুর, 20 অক্টোবর : মুজ়ফফরপুরে লাইনচ্যুত গোরখপুর-কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেসের দু'টি কামরা ।  05048 পূর্বাঞ্চল এক্সপ্রেস(পুজো স্পেশাল) ট্রেনটি গোরখপুর থেকে কলকাতা স্টেশনের দিকে যাচ্ছিল । মুজ়ফফরপুরের কাছে সিলাউট ও সিহু স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের দু'টি কামরা । দুর্ঘটনায় এখনও পর্যন্ত ছয় জনের বেশি আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে । খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দলকে পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থানে । আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে ।

প্রাথমিকভাবে পাওয়া খবর অনুযায়ী, বাতানকুল কামরা থেকে  কয়েকটি যন্ত্রাংশ খুলে লাইনের উপর পড়ে যাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে । একটি বাতানকুল কামরা ও একটি স্লিপার কামরা লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে ।  বর্তমানে এই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে । কয়েকটি ট্রেন অন্য রুটে চালানোর ব্যবস্থা করা হচ্ছে ।

সূত্রের খবর, লাইনটি পুরোপুরি পরিষ্কার হতে পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় লাগবে । পূর্ব-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, চালকের বুদ্ধিমত্তার কারণে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে । পূর্বাঞ্চল এক্সপ্রেসের যাত্রীদের অন্য একটি ট্রেনে করে নির্দিষ্ট গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে ।

সমস্তিপুর রেলওয়ে ডিভিশনের তরফে হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে । 05048 পূর্বাঞ্চল এক্সপ্রেস (পুজো স্পেশাল) সম্পর্কিত যে কোনও তথ্যের জন্য হেল্পলাইন নম্বর 06274232227-এ ফোন করা যেতে পারে ।

Last Updated : Oct 20, 2020, 9:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details