পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

স্ত্রী ও শ্যালিকাকে হত্যা করে আত্মঘাতী জওয়ান - বিষ্ণু কুমার শর্মা (33) নামে এই অশ্বারোহী সৈনিক গুজরাতে সেনাবাহিনীতে চাকরি করতেন

ডেঙ্গিতে মাস দুয়েক ধরে তিনি আক্রান্ত ছিলেন ওই জওয়ান । এজন্য ছুটি নিয়ে বাড়িতেই ছিলেন । অসুস্থতার কারণে কয়েক দিন ধরে বিষ্ণুর ব্যবহার স্বাভাবিক ছিল না । পটনা থেকে ডাক্তার দেখিয়ে তাঁর নিজের গ্রাম আঁরাতে ফেরার সময় এই ঘটনা ঘটে ।

Soldier kills wife
আত্মঘাতী এক সৈনিক

By

Published : Dec 2, 2019, 11:27 AM IST

পাটনা, 2 ডিসেম্বর : স্ত্রী ও শ্য়ালিকাকে হত্যা করে নিজে আত্মঘাতী হলেন এক অশ্বারোহী সৈনিক । গতকাল পটনার কাছে সৈদাবাদ এলাকায় এক চলন্ত গাড়ির মধ্যে এই ঘটনা ঘটেছে । এই মর্মান্তিক ঘটনার সময় গাড়ির মধ্যে উপস্থিত ছিল ওই জওয়ানের দুই সন্তানও ।

ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন ওই জওয়ান । পালিগজ্ঞের DSP মনোজ কুমার পাণ্ডে জানান , বিষ্ণু কুমার শর্মা (33) নামে এই অশ্বারোহী সৈনিক গুজরাতে সেনাবাহিনীতে চাকরি করতেন । ডেঙ্গিতে মাস দুয়েক ধরে তিনি আক্রান্ত ছিলেন । এজন্য ছুটি নিয়ে বাড়িতেই ছিলেন । অসুস্থতার কারণে কয়েক দিন ধরে বিষ্ণুর ব্যবহার স্বাভাবিক ছিল না । পটনা থেকে ডাক্তার দেখিয়ে তাঁর নিজের গ্রাম আঁরাতে ফেরার সময় এই ঘটনা ঘটে । তিনি আরও জানান , ঘটনার সময় বিষ্ণুর দুই সন্তান গাড়ির সামনের সিটে তাঁর ঠাকুমার সঙ্গে বসে ছিল । পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । মৃত জওয়ানের পিস্তলটি পুলিশ বাজেয়াপ্ত করেছে ।

ABOUT THE AUTHOR

...view details