পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জম্মু ও কাশ্মীরে শহিদ এক জওয়ান

আবারও সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের । গতকাল রাতে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি ও গোলাবর্ষণ শুরু করে তারা । শহিদ হন এক জওয়ান ।

ছবি
ছবি

By

Published : Jun 5, 2020, 9:06 AM IST

Updated : Jun 5, 2020, 9:25 AM IST

রাজৌরি ( জম্মু ও কাশ্মীর ), 5 জুন : ফের গুলির লড়াই কাশ্মীরে । গতকাল রাতে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি ও গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান সেনা । জবাব দেয় ভারতীয় সেনাও । পাকিস্তানি সেনার গুলিতে শহিদ হন এক জওয়ান । সেনাবাহিনী সূত্রে খবর, পাকিস্তান সেনার লক্ষ্য ছিল মূলত সুন্দরবানি সেক্টরের অঞ্চলগুলি । সেজন্য গোলা-গুলি চালাতে থাকে তারা । তাতে এক জওয়ান প্রাণ হারান ।

প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন , গতকাল রাত 10:45 নাগাদ পাকিস্তান এই অঘোষিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে । প্রথমে তারা ছোটো অস্ত্র দিয়ে গুলি চালানো শুরু করলেও পরে মর্টার শেল ছোড়ে । জবাব দেয় ভারতীয় সেনাও । তিনি আরও বলেছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলকায় অভিযান চালানো শুরু করেছে ভারতীয় সেনা । সেই অভিযান চলাকালীন জওয়ানদের গুলিতে একজন জঙ্গি খতম হয় । এরপর রাজৌরি জেলার কালাকোটে ব্যাপক আকারে তল্লাশি চালান শুরু হয় । এই বিষয়ে স্থানীয় এক ব্যক্তি বলেছেন যে, রাত 8:15 নাগাদ ধর্মশাল গ্রামে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি লড়াই হয় ।

বর্তমানে সারা বিশ্ব জর্জরিত হয়ে রয়েছে কোরোনা সংক্রমণে । এর মধ্যেও শান্তি নেই উপত্যকায় । লকডাউন চলাকালীনই কাশ্মীরে অনুপ্রবেশ এবং সন্ত্রাসবাদীদের কার্যকলাপ আরও বেড়ে গেছে বলেই মনে করছেন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তারা ।

Last Updated : Jun 5, 2020, 9:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details