পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তেলাঙ্গানায় সফটওয়ার ইঞ্জিনিয়রকে জীবন্ত পুড়ুিয়ে খুন - ব্ল্য়াক ম্য়াজ়িক

এই ঘটনায় অভিযুক্ত ওই মহিলার সঙ্গে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্ল্য়াক ম্য়াজিকের জন্যই তাঁকে খুন করা হয়েছে ।

software-engineer-live-burning-with-black-magic-suspicion-at-jagtial-in-telangana
সফ্টওয়ার ইঞ্জিনিয়ারকে জীবন্ত জ্বালিয়ে মারলো আত্মীয়

By

Published : Nov 24, 2020, 1:34 PM IST

হায়দরাবাদ, 24 নভেম্বর : সফটওয়ার ইঞ্জিনিয়রকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল এক আত্মীয়র বিরুদ্ধে ৷ মৃত ইঞ্জিনিয়রের নাম পবন কুমার ৷ তেলাঙ্গানার জগতিয়াল জেলার ঘটনা । পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে ৷

কয়েকদিন আগে মৃত্যু হয় পবন কুমারের এক আত্মীয়র । তাঁর পরিবারকে সমবেদনা জানাতে স্ত্রীকে নিয়ে সেখানে গিয়েছিলেন পবন ৷ অভিযোগ, সেখানেই মৃত ওই আত্মীয়ের শ্য়ালিকা পবনকে একটি ঘরে বন্দী করে দেন এবং বাইরে থেকে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেন ৷ বিষয়টি জানতে পেরে পবনের স্ত্রী সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্ল্য়াক ম্য়াজিকের জন্যই তাঁকে খুন করা হয়েছে ।

এই ঘটনায় অভিযুক্ত ওই মহিলার সঙ্গে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ এদিকে রবিবার উত্তরপ্রদেশের কানপুরে এক নাবালিকার অস্বাভাবিক মৃত্য়ুতেও ব্ল্য়াক ম্য়াজ়িকের তত্ত্ব উঠে এসেছে ৷ অভিযোগ, ওই নাবালিকাকে কেউ বা কারা অপহরণ করে নিয়ে গিয়েছিল ৷ পরে গ্রামের এক কালী মন্দিরে তার দেহ উদ্ধার হয় ৷ ওই নাবালিকার শরীরের ভিতরের অঙ্গ বের করে নেওয়া হয়েছিল ৷

ABOUT THE AUTHOR

...view details