পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চালু 2জি-সোশাল মিডিয়া, এখনও উপত্য়কায় 4জি অধরাই - 370 ধারা প্রত্যাহার

জম্মু-কাশ্মীর সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি শালীন কাবরা একটি নির্দেশিকা জারি করেন । নির্দেশিকায় উল্লেখ করেন, ব্রডব্যান্ড পরিষেবায় সোশাল মিডিয়ায় এবং অন্যান্য ওয়েবসাইট ব্যবহার করা যাবে । 17 মার্চ পর্যন্ত 2জি পরিষেবা কার্যকরী রয়েছে যদি তার আগে সময়সীমা না বাড়ানো হয় ।

kashmir
kashmir

By

Published : Mar 4, 2020, 10:32 PM IST

দিল্লি, 4 মার্চ : ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু হবে কাশ্মীরে । আজ সন্ধ্যা থেকে সোশাল মিডিয়া ওয়েবসাইটগুলিও ব্যবহার করতে পারবেন উপত্যকাবাসী জানিয়েছে BSNL । যদিও মোবাইল ইন্টারনেটের গতি সীমিত রাখা হবে । 2জি নেটওয়ার্ক ব্যবহার করা যাবে । 4জি নেটওয়ার্কের ব্যবহারে নিষেধাজ্ঞা থাকছেই ।

জম্মু কাশ্মীর সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি শালীন কাবরা একটি নির্দেশিকা জারি করেন । নির্দেশিকায় উল্লেখ করেন, ব্রডব্যান্ড পরিষেবায় সোশাল মিডিয়ায় এবং অন্যান্য ওয়েবসাইট ব্যবহার করা যাবে । 17 মার্চ পর্যন্ত 2জি পরিষেবা কার্যকরী রয়েছে যদি তার আগে সময়সীমা না বাড়ানো হয় ।

গত বছর অগাস্টে 370 ধারা প্রত্যাহারের পর কাশ্মীরে বন্ধ হয় ইন্টারনেট পরিষেবা । 7 মাস ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার পর আজ এই নির্দেশ আসে । এই 7 মাস সোশাল মিডিয়া ওয়েবসাইটগুলি ব্লক ছিল কাশ্মীরে । জানুয়ারি থেকে সরকারের তরফে উপত্যকার কিছু অংশে ব্রডব্যান্ড পরিষেবা চালু করা হয়েছিল । কয়েকটি প্রতিষ্ঠানে ইন্টারনেটের ব্যবহারের অনুমতি ছিল । 1674টি সরকারি ওয়েবসাইটের ব্যবহারে অনুমতি দেওয়া হয়েছিল । শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ইন্টারনেট পরিষেবার অনুমতি দেওয়া হয় । তাদের সবরকম সতর্কতা মেনে চলতে হবে । ব্যবহারের রেকর্ড রাখতে হবে, চালাতে হবে কড়া নজরদারিও ।

10 জানুয়ারি উপত্যকায় প্রত্যেক বিধিনিষেধ সংক্রান্ত রিভিউয়ের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট । উপত্যকায় বিধিনিষেধ খতিয়ে দেখে তা পুনর্বিবেচনা করতে জম্মু-কাশ্মীর প্রশাসনকে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত ৷ এক সপ্তাহের মধ্যে সব বিধিনিষেধ পুনর্বিবেচনা করে তা প্রকাশ করতে বলেছিল ৷ এরপরেই উপত্যকায় কয়েকটি ক্ষেত্রে ইন্টারনেট পরিষেবায় নিষেধাজ্ঞা তোলা হয়েছিল । আজ সন্ধ্যায় BSNL-র এক আধিকারিক জানান, সোশাল মিডিয়া ব্যবহার করতে পারবে উপত্যকা । চালু হচ্ছে 2জি নেটওয়ার্ক পরিষেবাও ।

ABOUT THE AUTHOR

...view details