পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠক শেষ - meeting

পুলওয়ামায় জঙ্গি হামলার পর আজ সকালে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠক হয়। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ।

meeting

By

Published : Feb 15, 2019, 10:06 AM IST

Updated : Feb 15, 2019, 2:53 PM IST

দিল্লি, ১৫ ফেব্রুয়ারি : পুলওয়ামায় জঙ্গি হামলার পর আজ সকালে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠক শুরু হল। উপস্থিত রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠক শুরু হয়েছে।


এদিকে বিহারের জনসভা বাতিল করে আজই শ্রীনগরের উদ্দেশে রওনা দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি তিনি হাসপাতালে চিকিৎসাধীন জওয়ানদের সঙ্গে দেখা করবেন। সঙ্গে থাকবেন CRPF-এর DG রাজীব রাই ভাটনাগর। জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখে ভুটানের থিম্পুতে সফরকারী (সচিবস্তরে বাৎসরিক আলোচনার জন্য) স্বরাষ্ট্রসচিব রাজীব গৌবাকে তড়িঘড়ি ডেকে পাঠিয়েছেন রাজনাথ সিং। IG র‌্যাঙ্কধারী NIA-এর ১২ সদস্যের একটি দলেরও পুলওয়ামায় ঘটনাস্থান পরিদর্শন করার কথা রয়েছে।


সার্জিকাল স্ট্রাইকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত অজিত ডোভাল সার্বিক পরিস্থিতির উপর নজর রাখছেন। পাশাপাশি তিনি CRPF-এর শীর্ষ মহলের সঙ্গে যোগাযোগ রাখছেন।

Last Updated : Feb 15, 2019, 2:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details