দিল্লি, 5 জুলাই : অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হওয়ার পর থেকে কেটে গেছে 41 দিন । ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে উড়ান পরিষেবা । বাড়ছে যাত্রীসংখ্যাও । গতকাল অন্তর্দেশীয় বিমানের যাত্রীসংখ্যা নতুন রেকর্ড গড়েছে । 75 হাজারেরও বেশি যাত্রী গতকাল দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গেছেন । কোরোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের 25 মে থেকে চালু হয়েছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা । তারপর থেকে এই প্রথমবার 75 হাজার পার করল অন্তর্দেশীয় বিমানের যাত্রী সংখ্যা ।
অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরি আজ টুইটারে জানান, "25 মে যখন অন্তর্দেশীয় বিমান পরিষেবা পুনরায় চালু হয়েছিল তখন যাত্রী সংখ্যা ছিল 30 হাজারের আশপাশে । গতকাল এই সংখ্যাটি 75 হাজারেরও বেশি পার করে গেছে । অর্থাৎ বোঝা যাচ্ছে ধীরগতিতে হলেও অন্তর্দেশীয় বিমানের যাত্রীসংখ্যা বাড়ছে ।"