পাঠানকোট, 10 জুন : কাঠুয়া গণধর্ষণ ও খুনের মামলায় দোষী সানজি রাম, পরভেশ কুমার ও দীপক খেজুরিয়াকে যাবজ্জীবনের সাজা দিল পাঠানকোটের বিশেষ আদালত। বাকি তিনজনকে 5 বছরের কারাদণ্ড ও 50,000 হাজার টাকার জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় পুরোহিত সানজি রাম, আনন্দ দত্ত, পরভেশ কুমার, কাশ্মীর পুলিশের স্পেশাল ফোর্সের অফিসার দীপক খাজুরিয়া, সুরিন্দর বর্মা এবং তিলক রাজকে দোষী সাব্যস্ত করেছিল আদালত । মূল অভিযুক্ত সানজি রামের ছেলে বিশাল জাঙ্গোত্রাকে বেকসুর খালাস দিয়েছে পাঠানকোটের বিশেষ আদালত।
কাঠুয়া গণধর্ষণ ও খুনের মামলা : তিন দোষীর যাবজ্জীবন
কাঠুয়া গণধর্ষণ ও খুনের মামলায় 6 জনকে দোষী সাব্যস্ত করল পাঠানকোট বিশেষ আদালত ।
খাটুয়া গণধর্ষণ ও খুনের মামলা
2018 সালের জানুয়ারি মাসে কাঠুয়ায় 8 বছর বয়সী এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করা হয়। তারপর প্রমাণ লোপাটের জন্য দুষ্কৃতীরা নাবালিকাকে খুন করে দেহ মাটিতে পুঁতে দেয়। গতবছরের 31 মে মামলাটি আদালতে ওঠে । প্রায় একবছর ধরে আদালতে দৈনিক শুনানির ভিত্তিতে চলছিল মামলাটি । আজ আদালত অভিযুক্ত সাতজনের মধ্যে ছ'জনকে দোষী সাব্যস্ত করে ।
Last Updated : Jun 10, 2019, 5:40 PM IST