পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নিয়ম না মেনে শেষকৃত্য বৃদ্ধার, কোরোনায় মৃত্যু 5 ছেলেরও - COVID-19

4 থেকে 20 জুলাইয়ের মধ্যে ধানবাদের এক পরিবারের ছ’জনের মৃত্যু হয় ৷ মা ও পাঁচ ছেলে কোরোনায় আক্রান্ত হয়ে মারা যান ৷

coronavirus
কোরোনা ভাইরাস

By

Published : Jul 22, 2020, 3:00 PM IST

Updated : Jul 22, 2020, 3:44 PM IST

রাঁচি, 22 জুলাই : ধানবাদে কোরোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ বেড়ে চলেছে ৷ বহু পরিবার তাদের পরিজনদের হারাচ্ছে ৷ এমনই এক হাসি-খুশি পরিবারের ছয় সদস্য কোরোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৷ মাত্র 16 দিনের মধ্যে COVID-19-এ আক্রান্ত হয়ে মা ও পাঁচ ছেলের মৃত্যু হল ৷ 4 থেকে 20 জুলাইয়ের মধ্যে স্থানীয় আগরওয়াল পরিবারের ছয় সদস্যের এক এক করে মৃত্যু হয় ৷

ধানবাদের করতাসের আগরওয়াল পরিবার। দিল্লিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এই পরিবারের 88 বছরের এক বৃদ্ধা । সেখানে থেকে ঝাড়খণ্ডের বাড়িতে ফিরে আসেন। এরপর অসুস্থ হয়ে পড়লে তাঁকে বোকারোর একটি নার্সিংহোমে ভরতি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 4 জুলাই তিনি মারা যান। কোনও প্রোটোকল না মেনেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় । এরপর তাঁর কোরোনা পরীক্ষা রিপোর্ট আসে। জানা যায়, তিনি কোরোনা পজ়িটিভ ছিলেন। আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। এরপর থেকে বৃদ্ধার 6 ছেলের মধ্যে 5 ছেলে একে একে কোরোনায় আক্রান্ত হয়ে মারা যান।

মায়ের মৃত্যুর কয়েকদিনের মধ্যে এক ছেলে গোবিন্দপুরের কোরোনা হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৷ আরেক ছেলেরও ধানবাদে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ৷ বৃদ্ধার আরেক ছেলে ক্যানসারে আক্রান্ত ছিলেন ৷ তাঁর মৃত্যু হয় জামশেদপুরে ৷ এরপর একে একে আরও দুই ছেলের মৃত্যু হয় ৷ বৃদ্ধার যে পাঁচ ছেলে মারা যান, তাঁরা ডায়াবিটিসে আক্রান্ত ছিলেন ৷ তাঁদের বয়স 55 থেকে 70 বছরের মধ্যে ছিল ৷

পাঁচজনের মধ্যে বড় ছেলে ওড়িশার রাউরকেল্লায় ব্যবসা করতেন ৷ আরেক ছেলে কলকাতায় ব্যবসা করতেন ৷ আরেক ছেলে পুরুলিয়ায় ৷ বাকি দু’জন ধানবাদে থাকতেন ৷ ছোটো ছেলে দিল্লিতে থাকতেন ৷ তিনি অবশ্য সুস্থ রয়েছেন ৷ আগরওয়াল পরিবারের বিয়েতে যে আত্মীয়রা অংশ নিয়েছিলেন, তাঁদের মধ্যে দু’জন কোরোনায় আক্রান্ত ৷ বাকি সদস্যরা হোম কোয়ারানটিনে রয়েছেন ৷ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে ৷ পাশাপাশি কোরোনা সংক্রমণের আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।

Last Updated : Jul 22, 2020, 3:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details