পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"পরিস্থিতি শান্তিপূর্ণ, 6 দিনে একটাও গুলি চলেনি কাশ্মীরে" - peaceful kashmir

জম্মু ও কাশ্মীরে হিংসায় মৃত্যুর অভিযোগ তুলেছে কংগ্রেস ৷ তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে জম্মু ও কাশ্মীরের DGP দিলবাগ সিং গতকাল জানান, 6 দিনে একটাও গুলি চলেনি ৷

6 দিনে একটাও গুলি চলেনি ৷

By

Published : Aug 11, 2019, 11:24 AM IST

শ্রীনগর, 11 অগাস্ট : জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি শান্তিপূর্ণ ৷ সামান্য পাথর ছোড়ার ঘটনা ছাড়া অন্য কিছু ঘটেনি ৷ তাও সেখানকার পরিস্থিতি সঙ্গে সঙ্গে আয়ত্তে আনা গেছে ৷ 6 দিনে একটাও গুলি চলেনি ৷ জানিয়ে দিলেন জম্মু ও কাশ্মীরের DGP দিলবাগ সিং ৷

জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়েছে 370 ধারা । এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্কতামূলক ভাবে রাজ্য জুড়ে জারি করা হয় 144 ধারা । বিরোধীরা এই নিয়ে তুলেছে বিভিন্ন অভিযোগ । হিংসায় মৃত্যুর অভিযোগ তুলেছে কংগ্রেস ৷ এই অবস্থায় স্থানীয়দের বিভ্রান্তি দূর করতে উদ্যোগী হল জম্মু ও কাশীর পুলিশ । গতকাল সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের পুলিশের প্রধান দিলবাগ সিং এই বিষয়ে বলেন, "জম্মু ও কাশ্মীরে একটাও হিংসাত্মক ঘটনা ঘটেনি ।" তবে তিনি বলেন, শুক্রবার শ্রীনগরে পাথর ছোড়ার সামান্য ঘটনা ঘটেছে । তবে খুব সামান্য পুলিশ মোতায়েন করেই এই পরিস্থিতি সামাল দেওয়া হয় ।

পাশাপাশি তিনি বলেন, "পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে বাধ্যবাধকতাগুলি আনা হয়েছিল সেগুলিও আজ নেই ।" রাজ্যের চলতি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, "কাশ্মীর এখন শান্ত । দক্ষিণ কাশ্মীর থেকেও একটা হিংসাত্মক ঘটনার খবর আসেনি ।"

এছাড়াও সিং আশা ব্যক্ত করেন, আজও এই শান্তি বজায় থাকবে জম্মু-কাশ্মীরের মাটিতে । ফলে সেখানকার মানুষ খুশি মনে পালন করতে পারবেন ইদ । আগামীকাল জম্মু ও কাশ্মীর জুড়ে পালিত হবে এই পবিত্র উৎসব । আমরা পরিস্থিতির উপর নজর রাখছি । যদি কেউ বলে থাকে, জম্মু-কাশ্মীরে অশান্ত পরিস্থিতি বিরাজ করছে, তবে তা সম্পূর্ণ মিথ্যা ।"

জম্মু ও কাশ্মীর পুলিশের টু্ইট করা এক বিবৃতিতে জানা গেছে, রাজ্য প্রশাসন রাজ্যবাসীর কাছে অনুরোধ জানাচ্ছে, তাঁরা যেন ভুয়ো খবরে উত্তেজিত না হয়ে পড়েন । কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে জম্মু ও কাশ্মীরের উপর থেকে 370 ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে । জম্মু ও কাশ্মীর-লাদাখ পরিণত হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলে । ফলে গত রবিবার রাত থেকে জম্মু ও কাশ্মীরের সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায় । জারি করা হয় 144 ধারা ।

ABOUT THE AUTHOR

...view details