দিল্লি, 30 জুলাই : একদিনে আক্রান্তের নিরিখে নতুন রেকর্ড । দেশে 24 ঘণ্টায় সংক্রমিত 52 হাজার 123 জন । এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 15 লাখ 83 হাজার 792 -এ । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 775 জনের । যা নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল 34 হাজার 968 ।
দেশে এখনওপর্যন্ত সুস্থ হয়েছে 10 লাখেও বেশি মানুষ । সুস্থতার হারে অন্যান্য দেশের থেকে অনেকটাই এগিয়ে ভারত । অন্যদিকে, এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 5 লাখ 28 হাজার 242 ।
আক্রান্তের নিরিখে অ্যামেরিকা, ব্রাজ়িলের পরই বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত । দেশে প্রতিদিনই 50 হাজারের কাছাকাছি মানুষ আক্রান্ত হচ্ছে । দেশে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে । এরাজ্যে আক্রান্তের সংখ্যা 4 লাখ পেড়িয়েছে । গত 24 ঘণ্টায় এখানে নতুন করে আক্রান্ত হয়েছে 9 হাজার 211 জন । তারপরই রয়েছে তামিলনাড়ু । এখানে 2 লাখের গণ্ডি পেরিয়েছে আক্রান্তের সংখ্যা । গত 24 ঘণ্টায় এরাজ্যে আক্রান্ত হয়েছে 6 হাজার 9426 জন । যা নিয়ে এখানে মোট কোরোনা আক্রান্ত 2 লাখ 34 হাজার 114 ।