পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লকডাউনে কলকাতাসহ একাধিক বড় শহরে কমেছে দূষণ

দিল্লি, গুরুগ্রাম, বেঙ্গালুরু, মুম্বই , কলকাতা, চেন্নাই । লকডাউনের পর থেকে দেশের একাধিক বড় শহরে চোখে পড়ার মতো করে কমেছে দূষণের হার ।

Air Quality Index
প্রতীকী ছবি

By

Published : Sep 24, 2020, 9:12 PM IST

দিল্লি, 24 সেপ্টেম্বর : কোরোনার প্রাদুর্ভাবের পর থেকে দেশজুড়ে যে লকডাউন চালু হয়েছিল, তার জেরে দূষণের মাত্রা অনেকটাই কমেছে । দিল্লি, গুরুগ্রাম, বেঙ্গালুরু, মুম্বই , কলকাতা, চেন্নাই, পটনা, ইন্দোরসহ একাধিক বড় ঘন বসতিপূর্ণ শহরে বাতাসের গুণগত মান চোখে পড়ার মতো উন্নত হয়েছে । জাতীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের সদ্য প্রকাশিত রিপোর্টে এমনই তথ্য সামনে এসেছে । লকডাউনের 40 দিনের মধ্যে কলকাতায় বাতাসের গুণগত মানের সূচক ছিল 12 । গতবছর এই একই সময়ের এই সূচক 4 ছিল । সেখান থেকে একলাফে অনেকটাই ভালো হয়েছে বাতাসের গুণগত মান ।

দেশের প্রধান শহরগুলিতে বাতাসের গুণগত মানের উপর লকডাউনের কতটা প্রভাব পড়েছে, তা দেখতেই এই বিশ্লেষণ করা হয়েছে । তিনটি পর্যায়ে এই বিশ্লেষণ করা হয় । প্রথমটি হল লকডাউনের আগের সময়, অর্থাৎ, 1 মার্চ থেকে 21 মার্চ । বাকি দু'টি পর্যায় লকডাউন শুরু হওয়ার পর । একটি 25 মার্চ থেকে 19 এপ্রিল ও অন্য পর্যায়টি 20 এপ্রিল থেকে 3 মে ।

এই তিন পর্যায়ের সঙ্গে 2019 সালের সমসময়িক সময়েরও তূল্যমূল্য বিশ্লেষণ করা হয় ।

আরও পড়ুন :বায়ুদূষণের জের, ভারতীয়দের গড় আয়ু কমছে 5.2 বছর

দিল্লিতে বায়ুর গুণগত মান বরাবরই কেন্দ্রের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে । কেজরিওয়ালের সরকার জোড়-বিজোড় নীতির প্রণয়ণ করলেও তা কোনও স্থায়ী সমাধান নয় বলে সমালোচিত হয়েছে বিভিন্ন সময়ে । জাতীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের রিপোর্ট বলছে, লকডাউনের আগের পর্যায়ে রাজধানীর বাতাসে PM 2.5 গতবছরের তুলনায় 24 শতাংশ কম ছিল । তবে লকডাউনের পরবর্তী দুটি পর্যায়েই তা প্রায় 50 শতাংশ পর্যন্ত কমে গেছে । PM 10 কমেছে প্রায় 60 শতাংশ ।

শুধুমাত্র PM 2.5 ও PM 10-ই নয়, বাতাসে ক্ষতিকর নাইট্রোজেন ডাই অক্সাইডের হারও অনেকটা কমেছে । এর মূল কারণ, লকডাউনের সময়ে রাস্তায় গাড়ি সেভাবে নামেনি । আর শুধুমাত্র অত্যাবশ্যক পণ্যের সঙ্গে জড়িত বাণিজ্যিত ক্ষেত্রগুলিই খোলা ছিল ।

আরও পড়ুন :বিশ্বে পঞ্চম ভারত, কবে জব্দ হবে বায়ুদূষণ !

দিল্লিতে প্রাক-লকডাউন পর্যায়ের তুলনাতেও বাতাসে দূষকগুলির ঘনত্ব অনেকটাই হ্রাস পেয়েছে । লকডাউন পরবর্তী পর্যায়গুলিতে PM 2.5 যথাক্রমে 38 শতাংশ ও 33 শতাংশ কমেছে । PM 10 কমেছে যথাক্রমে 37 শতাংশ ও 30 শতাংশ ।

মুম্বইয়ের ক্ষেত্রে লকডাউনের প্রথম পর্যায়ে বাতাসে সালফার ডাই অক্সাইডের পরিমাণ কমেছে 68 শতাংশ, নাইট্রোজেন ডাই অক্সাইড কমেছে 56 শতাংশ, PM 10 কমেছে 20 শতাংশ । তবে PM 2.5 প্রথম দিকে পাঁচ শতাংশ বাড়লেও পরে লকডাউনের দ্বিতীয় পর্যায়ে তা 9 শতাংশ কমে গেছিল ।

ABOUT THE AUTHOR

...view details