পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রয়াত "সিয়াচেন হিরো" - Died "Siachen Hero" Colonel Narendra "Bull" Kumar

1984 সালের এপ্রিলে ভারতীয় সেনার সিয়াচেন গ্লেসিয়ার অভিযানে নেতৃত্ব দেন কর্নেল নরেন্দ্র "বুল" কুমার ৷ 87 বছর বয়সে বার্ধক্যজনিত অসুখে মৃত্যু হল তাঁর ৷

died-siachen-hero-colonel-narendra-bull-kumar
died-siachen-hero-colonel-narendra-bull-kumar

By

Published : Jan 1, 2021, 10:51 AM IST

দিল্লি, 1 জানুয়ারি : প্রয়াত হলেন কর্নেল নরেন্দ্র "বুল" কুমার ৷ পাকিস্তানের আগ্রাসন থেকে ভারত সীমান্তের সিয়াচেন গ্লেসিয়ারকে সুরক্ষিত করেছিলেন তিনি ৷ বৃহস্পতিবার, 2020 সালের শেষ দিনে 87 বছর বয়সে বার্ধক্যজনিত অসুখে মৃত্যু হল তাঁর ৷

1933 সালে বর্তমান পাকিস্তান দেশের রাওয়ালপিন্ডিতে জন্ম কর্নেল নরেন্দ্র কুমারের ৷ এই ভারতীয় সৈনিক কিংবদন্তি পর্বতারোহীও ছিলেন ৷ 1984 সালের এপ্রিলে ভারতীয় সেনার সিয়াচেন গ্লেসিয়ার অভিযানের নেতৃত্ব দেন কুমার ৷ যে অভিযান তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির মস্তিষ্কপ্রসূত অপারশন "মেঘদূত"-এর সাফল্যের অন্যতম সোপান ছিল ৷ কর্নেলের তৈরি করা গ্লেসিয়ারের ভিডিয়ো ও ম্যাপের উপর ভরসা করেই অপারেশন "মেঘদূত"-এর পরিকল্পনা করে ভারতীয় সেনা ৷ যারপর পাকিস্তানের ধারাবাহিক আগ্রাসন স্তিমিত হয় ৷

আরও পড়ুন: নেপালি সেনার জেনেরাল সম্মান পেতে চলেছেন ভারতীয় সেনাপ্রধান

1965 সালে ভারত সরকার "সিয়াচেন হিরো" কর্নেল নরেন্দ্র কুমারকে পদ্মশ্রী সম্মান দেয় ৷ ভারতীয় সেনা দেয় "পরম বিশিষ্ট সেবা মেডেল" ৷ কর্নেল "বুল" কুমারকে সম্মান জানাতে ভারতীয় সেনা সিয়াচেন বেসক্যাম্পের নাম দিয়েছে "কুমার বেস" ৷

ABOUT THE AUTHOR

...view details