পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গ্রেপ্তার রোজ়ভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী

শুভ্রা কুণ্ডুর বিরুদ্ধে 17 হাজার কোটি টাকার তছরূপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে ।

ছবি
ছবি

By

Published : Jan 15, 2021, 3:44 PM IST

Updated : Jan 15, 2021, 5:50 PM IST

কলকাতা, 15 জানুয়ারি : রোজ়ভ্যালি কাণ্ডে গ্রেপ্তার শুভ্রা কুণ্ডু । রোজ়ভ্যালি কর্ণধারের গৌতম কুণ্ডুর স্ত্রীকে গতকাল মুম্বই থেকে গ্রেপ্তার করা হয়েছে । সিবিআইয়ের আধিকারিক সূত্রে খবর, প্রশ্নের কোনও সদুত্তর দিতে না পারায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে ।

শুভ্রা কুণ্ডুর বিরুদ্ধে 17 হাজার কোটি টাকার তছরুপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে । তাঁর বিরুদ্ধে একটি চার্জশিট ও দু'টি কমপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করা হয়েছে । তাঁকে ভুবনেশ্বর আদালতে পেশ করা হতে পারে ।

নির্বাচনের আগে আবার চিটফান্ড বা বেআইনি অর্থ লগ্নিকারী সংস্থাদের কেলেঙ্কারি নিয়ে বিশেষ ভাবে তৎপর হল সেন্ট্রাল বিওরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। সেই সূত্রেই আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা গ্রেপ্তার করলেন রোজ় ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে । এর অনেক আগেই গ্রেপ্তার হয়েছেন গৌতম কুণ্ডু । এবার তার স্ত্রীর গ্রেপ্তারি এক নতুন মাত্রা সৃষ্টি করল এই তদন্তের ।

সিবিআই সূত্র অনুসারে, বাজার থেকে আমানতকারীদের কাছ থেকে বেআইনি ভাবে প্রচুর টাকা তুলেছিল রোজ় ভ্যালি এবং তারপর সেই টাকা বিভিন্নভাবে পাচার করে সংস্থার কর্ণধাররা । সিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী এই বিপুল অঙ্কের টাকা কোথায় কোথায় পাচার হয়েছে তা শুধু গৌতম কুণ্ডুই না, জানতেন তাঁর স্ত্রী শুভ্রা কুণ্ডুও ।

কলকাতার সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে শুভ্রা কুণ্ডুকে

আরও পড়ুন : বিনিয়োগকারীদের 10 হাজার 500 কোটি টাকা ফেরত দিয়েছে রোজ়ভ্যালি, জানাল ED

সেই সূত্রে শুভ্রা কুণ্ডুকে লাগাতার জেরা করে সিবিআইয়ের আধিকারিকরা । সেই জেরায় ধরা পরে বহু অসঙ্গতি এবং বহু ক্ষেত্রে শুভ্রা কুণ্ডু বহু প্রশ্নের উত্তর এড়িয়ে যান বা তাঁর কোনও সদুত্তর দিতে পারেন না । তাই অবশেষে শুক্রবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করেন সিবিআইয়ের আধিকারিকরা ।

সিবিআই সূত্রে খবর, এই বেআইনিভাবে বাজার থেকে টাকা তোলা এবং পরবর্তীকালে সেই টাকা বাইরে পাচার করার পিছনে গৌতম কুণ্ডুর ঘনিষ্ট সহযোগী ছিলেন তাঁর স্ত্রী শুভ্রা কুণ্ডু । এই ব্যাপারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ রয়েছে । এরপর শুভ্রা কুণ্ডুকে নিয়ে সিবিআইয়ের আধিকারিকরা যাবেন ভুবনেশ্বর । সেখানেই তাঁকে আদালতে তোলা হবে।

Last Updated : Jan 15, 2021, 5:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details