লখনউ, ৬ মার্চ : আমরা ওদের ছিন্নভিন্ন শরীরগুলি দেখেছিলাম। আমরা চাই, ওপারেও এমনটা হোক। জঙ্গিদের দেহ আমাদের দেখানো হোক। প্রমাণ ছাড়া আমরা কীভাবে বিশ্বাস করব ? পাকিস্তানে ভারতীয় বায়ুসেনার অভিযান প্রসঙ্গে এই দাবি জানাল পুলওয়ামা হামলায় শহিদ দুই জওয়ানের পরিবার।
১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় প্রায় ৪২ জন CRPF জওয়ান শহিদ হন। তারপর ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলিতে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা। সেই অভিযানে প্রায় ৩০০ জঙ্গি নিকেশ হয়েছে বলে দাবি করে বিদেশমন্ত্রক। তবে এই দাবি নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। বিষয়টি নিয়ে সরকার ও বিরোধীদলগুলির মধ্যে চাপান-উতোর চলছেই।
পুলওয়ামা হামলায় কেউ হারিয়েছেন ভাইকে, কেউ স্বামী বা ছেলেকে। সেদিন শহিদ CRPF জওয়ানদের মধ্যে ছিলেন উত্তরপ্রদেশের শামলির প্রদীপ কুমার এবং মইনপুরির রাম ভাকেল।
জঙ্গি হামলায় রাম ভাকেলকে হারিয়ে ভেঙে পড়েছেন তাঁর বোন রাম রক্ষা। তিনি বলেন, "পুলওয়ামায় আমরা কারও হাত, বা কারও ছিন্নভিন্ন শরীর দেখেছি। আমরা চাই ওপারেও এমনটাই হোক। এয়ারস্ট্রাইক হয়েছে আমি নিশ্চিত, কিন্তু কোথায় হয়েছে আমরা জানতে চাই। পাকিস্তান বলছে তাদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এখন প্রমাণ না পেলে কীভাবে আমি মেনে নেব যে ভারত অভিযান চালিয়েছে ? আমাদের জঙ্গিদের মৃতদেহ দেখানো হোক।"
ছেলেকে হারিয়েছেন শামলির প্রদীপ কুমারের মা। তিনি বলেন, "আমরা একেবারেই সন্তষ্ট নই। আমার ছেলের মতো বহু জওয়ান প্রাণ হারিয়েছে। আমরা ওপারে জঙ্গিদের মৃতদেহ দেখতে চাই। কারণ কতজন জঙ্গি নিকেশ হয়েছে, সেবিষয়ে আমাদের কাছে কোনও নিশ্চিত খবর নেই।"