দিল্লি, 21 সেপ্টেম্বর : দিল্লির বিভিন্ন হাসপাতালের ICU ওয়ার্ডে মিলছে না বেড । এমনই অভিযোগ উঠছে রাজধানীর বিভিন্ন হাসপাতালের বিরুদ্ধে । এই পরিস্থিতির জন্য ভিন রাজ্যের মানুষদের দায়ি করেছেন দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সতেন্দ্র জৈন । আ তিনি বলেন, " ভিন রাজ্য থেকে একাধিক মানুষ আসছেন চিকিৎসার জন্য । এর ফলে হাসপাতাল গুলোতে বেডের অভাব হচ্ছে । " এ প্রসঙ্গে তিনি আরও বলেন, " কোরোনা চিকিৎসার জন্য শহরের বড় হাসপাতালগুলোতে ভিন রাজ্যের মানুষেরা বেড বুকিং করছেন । এই সমস্ত কারণেই বড় বড় হাসপাতালগুলোতে বেডের অভাব হচ্ছে। বাকি বেডগুলো জরুরি পরিস্থিতির জন্য রেখে দিচ্ছে । যার ফলেই আরও সমস্যা হচ্ছে । "
ভিনরাজ্যের রোগীদের জন্য ICU-তে মিলছে না বেড, বলছেন দিল্লির মন্ত্রী - দিল্লি
উল্লেখ্য, রাজধানীতে দিনের পর দিন কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 2.46 লাখ । রবিবার 3 হাজার 812 জন নতুন কোরোনা আক্রান্তের হদিস মেলে ।
![ভিনরাজ্যের রোগীদের জন্য ICU-তে মিলছে না বেড, বলছেন দিল্লির মন্ত্রী Delhi Health Minister](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-04:59:48:1600687788-8881361-829-8881361-1600682906266.jpg)
Delhi Health Minister
স্বাস্থ্য মন্ত্রীর তথ্য অনুযায়ী, রাজধানীতে প্রায় 1হাজার 500 জন মানুষ ভিন রাজ্য থেকে এসে চিকিৎসা করাচ্ছেন । পাশাপাশি তিনি জানান, অন্যান্য হাসপাতালে প্রায় 1 হাজারটি বেডের বন্দোবস্ত করা হচ্ছে ।
উল্লেখ্য, রাজধানীতে দিনের পর দিন কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 2.46 লাখ । রবিবার 3 হাজার 812 জন নতুন কোরোনা আক্রান্তের হদিস মেলে । দিল্লিতে কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 4 হাজার 982 জনের ।