পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বেইরুটের ঘটনায় দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর - বেইরুটে জোড়া বিস্ফোরণ

গতকাল ভারতীয় সময় রাত 9টা নাগাদ বিস্ফোরণ হয় । সংবাদ সংস্থার খবর অনুযায়ী, এপর্যন্ত কমপক্ষে 73 জনের মৃত্যু হয়েছে ।

Modi
মোদি

By

Published : Aug 5, 2020, 11:59 AM IST

দিল্লি, 5 অগাস্ট : জোড়া বিস্ফোরণে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লেবাননের রাজধানী বেইরুট সমুদ্র বন্দরের বিস্তীর্ণ এলাকা । সংবাদ সংস্থার খবর অনুযায়ী, কমপক্ষে 73 জনের মৃত্যু হয়েছে । জখম চার হাজার ছুঁই ছুঁই । বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে 10 কিলোমিটার দূর পর্যন্ত ঘরবাড়ির ক্ষতি হয় ।

বেইরুটের পরিস্থিতি নিয়ে দুঃখপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁর টুইটবার্তা, "বেইরুটে বিস্ফোরণের ঘটনায় আমি হতবাক ও শোকাহত । ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা রইল ।"

গতকাল ভারতীয় সময় রাত 9টা নাগাদ বিস্ফোরণ হয় । প্রথমে বিস্ফোরণের কারণ জানা না গেলেও পরে লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব জানান, সমুদ্র বন্দর এলাকার একটি ওয়্যার হাউড়ে ছ’বছর ধরে প্রায় 2750 টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুত ছিল । কোনও সতর্কতামূলক পদক্ষেপও করা হয়নি । এই অ্যামোনিয়াম নাইট্রেট থেকেই বিস্ফোরণ ঘটে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

অনেকে আবার বলছেন, লেবাননের প্রাক্তন প্রধানমন্ত্রী রফিক হারিরির হত্যার মামলার রায় ঘোষণা হওয়ার কথা ছিল ৷ তাই হত্যা মামলায় জড়িতদের মদতে তার আগে এই বিস্ফোরণ ।

ABOUT THE AUTHOR

...view details