অযোধ্যা, 21 মে : রাম জন্মভূমিতে জমি ভরাট করার সময় উদ্ধার হল শিবলিঙ্গ ও বেলেপাথরের উপর খোদাই করা মূর্তি । আজ একথা জানিয়েছেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের জেনেরাল সেক্রেটারি চম্পট রাই ।
তিনি বলেন, "রাম জন্মভূমিতে গত 10 দিন ধরে রাবিশ সরিয়ে জমি ভরাটের কাজ চলছিল । কাঠামোর রাবিশের মধ্যে বহু পিলার ও বেলেপাথরের অনেক মূর্তি পাওয়া গেছে । একটি শিবলিঙ্গও পাওয়া গেছে । একই ধরনের একটি শিবলিঙ্গ পাওয়া গেছে কুবের টিলাতেও ।"
বিবৃতি অনুযায়ী, জেলা প্রশাসনের অনুমতির পরই রাম জন্মভূমিতে জমি ভরাটের কাজ শুরু হয় । এ বছর মার্চে রাম জন্মভূমির সীমানার মধ্যে মানস ভবনের কাছে একটি অস্থায়ী কাঠামোতে রাম লালার মূর্তি স্থানান্তর করা হয় । যতদিন না রাম মন্দির তৈরির কাজ সম্পন্ন হচ্ছে ততদিন এই মূর্তি সেখানেই থাকবে ।
গত বছর 9 নভেম্বর সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে মন্দির তৈরির জন্য ওই জমি হস্তান্তর করার নির্দেশ দেয় এবং এই কাজের জন্য একটি ট্রাস্ট গঠন করা হয় । পাশাপাশি সুন্নি ওয়াকফ বোর্ডকে পাঁচ একর উপযুক্ত জমি দেওয়ার জন্য সরকারকে নির্দেশও দিয়েছিল সুপ্রিম কোর্ট ।