মুম্বই, 16 নভেম্বর : মহারাষ্ট্রে 25 বছরের জোট সঙ্গী BJP-কে ফের একবার আক্রমণ করল শিবসেনা । রাজ্যে রাষ্ট্রপতি শাসনের নামে BJP বিধায়রক কেনা বেচা করছে বলে অভিযোগ তুলল তারা ।
288 টি আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় ম্যাজিক ফিগার 145 । যার মধ্যে BJP-র রয়েছে 105 টি আসন । ফলে কোনও দলের সমর্থন ছাড়া সরকার গড়া সম্ভব নয় তাদের পক্ষে । মুখ্যমন্ত্রীত্ব ও অন্যান্য দপ্তর বণ্টন নিয়ে শিবসেনার সঙ্গে সমস্যা হওয়ার পর রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির ডাকেও সরকার গড়তে পারার অক্ষমতার কথা জানায় রাজ্য BJP নেতৃত্ব । তারপরও শুক্রবার অমিত শাহ ইঙ্গিত দেন, 105টি আসন BJP-র ও 14 জন নির্দল বিধায়ক BJP-কে সমর্থন করলে সংখ্যাটা দাঁড়ায় 119 । সেক্ষেত্রে BJP-র সমর্থন ছাড়া মহারাষ্ট্রে কারোর সরকার গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি । সঙ্গে জানান, এই নির্দল বিধায়কদের সমর্থন তাদের সঙ্গেই রয়েছে ।