পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাষ্ট্রপতি শাসনের নামে বিধায়ক কেনা বেচা করছে BJP : শিবসেনা - 288 টি আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় ম্যাজিক ফিগার 145

রাজ্যে রাষ্ট্রপতি শাসনের নামে BJP বিধায়রক কেনা বেচা করছে বলে অভিযোগ তুলল শিবসেনা । আজ মুখপত্র "সামানা"-তে BJP-কে আক্রমণ করে এই মন্তব্য করে তারা ।

গ্রাফিক্স

By

Published : Nov 16, 2019, 6:04 PM IST

মুম্বই, 16 নভেম্বর : মহারাষ্ট্রে 25 বছরের জোট সঙ্গী BJP-কে ফের একবার আক্রমণ করল শিবসেনা । রাজ্যে রাষ্ট্রপতি শাসনের নামে BJP বিধায়রক কেনা বেচা করছে বলে অভিযোগ তুলল তারা ।

288 টি আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় ম্যাজিক ফিগার 145 । যার মধ্যে BJP-র রয়েছে 105 টি আসন । ফলে কোনও দলের সমর্থন ছাড়া সরকার গড়া সম্ভব নয় তাদের পক্ষে । মুখ্যমন্ত্রীত্ব ও অন্যান্য দপ্তর বণ্টন নিয়ে শিবসেনার সঙ্গে সমস্যা হওয়ার পর রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির ডাকেও সরকার গড়তে পারার অক্ষমতার কথা জানায় রাজ্য BJP নেতৃত্ব । তারপরও শুক্রবার অমিত শাহ ইঙ্গিত দেন, 105টি আসন BJP-র ও 14 জন নির্দল বিধায়ক BJP-কে সমর্থন করলে সংখ্যাটা দাঁড়ায় 119 । সেক্ষেত্রে BJP-র সমর্থন ছাড়া মহারাষ্ট্রে কারোর সরকার গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি । সঙ্গে জানান, এই নির্দল বিধায়কদের সমর্থন তাদের সঙ্গেই রয়েছে ।

শাহ-র এই মন্তব্যের পরই আজ মুখপত্র "সামানা"-তে BJP-কে আক্রমণ করে সেনা । তাদের কথায়, এতদিন 105টি আসন থাকা সত্ত্বেও সরকার গড়ার আত্মবিশ্বাস যারা দেখাতে পারেনি, রাজ্যপালের ডাকেও যারা নিজেদের অক্ষমতার কথা জানায় তারা হঠাৎ করে কীভাবে এত জোর পেল সরকার গড়ার ? ম্যাজিক ফিগারের কাছাকাছিই বা কীভাবে পৌঁছচ্ছে তারা ? তাদের কথায়, তার মানে এই চলতি শাসন ব্যবস্থা আদতে ঘোড়া কেনা বেচার রূপক মাত্র । যা মারাঠি সংস্কৃতিতে একেবারেই শোভা পায় না ।

এদিকে, মহারাষ্ট্রে সরকার গড়ার ব্যাপারে NCP-র তরফ থেকে জানানো হয়েছে, সরকার গড়ছে শিবসেনাই । সরকারে সরাসরি সমর্থনবা যোগ দেওয়ার ব্যাপারে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেমে কংগ্রেস । এই নিয়ে আগামীকাল সোনিয়া ও শরদ পাওয়ারের মধ্যে বৈঠকও রয়েছে । সূত্রের খবর, শিবসেনা সরকার গড়লেও স্পিকার নির্বাচিত হবে কংগ্রেস থেকেই ।

ABOUT THE AUTHOR

...view details