পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আজ দিল্লির নিগমবোধ ঘাটে শেষকৃত্য শীলা দীক্ষিতের - delhi

আজ দুপুর আড়াইটা নাগাদ নিগম বোধ ঘাটে প্রয়াত কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিতের শেষকৃত্য সম্পন্ন হবে । সাদা ফুল দিয়ে সাজানো গাড়িতে তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হয় কংগ্রেসের সদর দপ্তরে । সেখানে তাঁকে শ্রদ্ধা জানাতে পৌঁছেছেন বিভিন্ন দলের নেতা-নেত্রীরা ।

শেয যাত্রার প্রয়াত কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিত

By

Published : Jul 21, 2019, 2:22 PM IST

Updated : Jul 21, 2019, 2:28 PM IST

দিল্লি, 21 জুলাই : প্রয়াত কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিতকে শেষ শ্রদ্ধা জানাতে দিল্লিতে কংগ্রেস সদর দপ্তরে পৌঁছেছেন কংগ্রেস ও BJP শিবিরের নেতা-নেত্রীরা । গতকাল দিল্লির একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন 81 বছরের এই কংগ্রেস নেত্রী । আজ দুপুর আড়াইটা নাগাদ নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে । তার আগে তাঁর মৃতদেহ নিয়ে আসা হয়েছে কংগ্রেসের সদর দপ্তরে ।

আরও পড়ুন : তিনবারের মুখ্যমন্ত্রীত্বে উঠে এসেছিল একাধিক বিতর্ক, এক ঝলকে শীলা দীক্ষিতের পথচলা

সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি বঢরা । সোনিয়া গান্ধি বলেন, "উনি ছিলেন (শীলা দীক্ষিত) আমার বড় বোন ও বন্ধুর মতো । কংগ্রেসের জন্য এটা একটা বড় ক্ষতি । আমি সবসময় তাঁকে মনে রাখব । "এছাড়া তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছেছেন BJP নেত্রী সুষমা স্বরাজ, এল কে আদবানি, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা সহ আরও অনেকে । দিল্লি সরকার তাঁর প্রয়াণে দু'দিনের শোক ঘোষণা করেছে । উল্লেখ্য , 1998 থেকে 2013 পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন শীলা দীক্ষিত । মুখ্যমন্ত্রিত্ব হারানোর পর কেরালার রাজ্যপাল হিসেবে কাজ চালিয়েছিলেন কিছুদিন । 2014 সালের মার্চ থেকে অগাস্ট পর্যন্ত সে দায়িত্ব সামলান । 2017 সালে কংগ্রেস উত্তরপ্রদেশে তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে লড়াইয়ে নামতে চেয়েছিল । যদিও সেই চেষ্টা সফল হয়নি । এবছরই দিল্লির প্রদেশ কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি ।

আরও পড়ুন : দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত প্রয়াত

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি । গতকাল সকাল সাড়ে 10 টার সময় তাঁকে দিল্লির একটি হাসপাতালে ভরতি করা হয় । বিকেল 3টে 55মিনিট নাগাদ সেখানেই প্রয়াত হন তিনি । তাঁর মৃত্যুতে টুইট করে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কংগ্রেস নেতা রাহুল গান্ধি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । শোক জানিয়েছেন কংগ্রেস, BJP, তৃণমূলসহ অন্য রাজনৈতিক দলের নেতারাও ।

Last Updated : Jul 21, 2019, 2:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details