পটনা, 18 অগাস্ট : টুইটারে বহু বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করতে দেখা গেছে শত্রুঘ্ন সিনহাকে । মোদির সঙ্গে বিরোধের জেরে BJP ছেড়ে যোগ দিয়েছেন কংগ্রেসেও । তবে এহেন শত্রুঘ্ন সিনহার টুইটেই মোদির প্রশংসা ! স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া ভাষণকে সাহসী, গবেষণালব্ধ ও ভাবনা উদ্দীপক বলে আখ্যা দিলেন শত্রুঘ্ন সিনহা ।
স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ভাষণের প্রশংসা শত্রুঘ্নর - congress
শত্রুঘ্ন সিনহার টুইটেই মোদির প্রশংসা ! স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া ভাষণকে সাহসী, গবেষণালব্ধ ও ভাবনা উদ্দীপক বলে আখ্যা দিলেন শত্রুঘ্ন সিনহা ।
এর আগে তিনি বলেছিলেন BJP - টু ম্যান আর্মি, ওয়ান ম্যান শো । সেই শত্রুঘ্নর গলায় আজ শোনা যায় ভিন্ন সুর । আজ তিনি টুইট করেন, 'আমি সত্যি বলার জন্য বিখ্যাত বা কুখ্যাত । এটা স্বীকার করছি, মাননীয় প্রধানমন্ত্রী, 15 অগাস্ট, 2019 আপনার লালকেল্লার ভাষণ ছিল অত্যন্ত সাহসী, গবেষণালব্ধ ও ভাবনা উদ্দীপক । দেশের প্রধান সমস্যাগুলিকে দারুণ ভাবে তুলে ধরেছেন ।"
শত্রুঘ্ন দ্বিতীয় কংগ্রেস নেতা যিনি মোদির সেদিনের ভাষণের প্রশংসা করলেন । এর আগে কংগ্রেস নেতা ও প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম বলেছিলেন, "আমাদের উচিত স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর দেওয়া তিনটি ঘোষণাকে স্বাগত জানানো ।"