পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভুল হাতে চলে যাচ্ছে কৃষকদের আন্দোলন, বলছেন হিমাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী - কৃষি আন্দোলন নিয়ে মন্তব্য শান্তা কুমারের

কৃষকদের আন্দোলন এখন আর কৃষকদের হাতে নেই । এর পিছনে কয়েকজন রাজনৈতিক নেতার মদত রয়েছে । তারাই আন্দোলনকে আরও বাড়াচ্ছে বলে মন্তব্য় করেন হিমাচলপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শান্তা কুমার ।

Himachal Pradesh
শান্তা কুমার

By

Published : Dec 14, 2020, 5:49 PM IST

পালমপুর , 14 ডিসেম্বর : কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের বিক্ষোভ জারি রয়েছে । আজ আবার অনশন করেন তাঁরা । এই পরিস্থিতিতে কৃষকদের আন্দোলন অন্য মোড় নিচ্ছে এবং ভুল হাতে চলে যাচ্ছে বলে দাবি করলেন হিমাচলপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শান্তা কুমার । সেই সঙ্গে এই ধরনের ভুল মানুষদের থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি ।

তিনি বলেন, "কৃষি আইন কৃষকদের পক্ষেই রয়েছে । স্বার্থপররা এই ধরনের আন্দোলন শুরু করে । সরকারের প্রতিশ্রুতির পরও কৃষক আন্দোলন আরও অন্যদিকে মোড় নিচ্ছে । এটা দুর্ভাগ্যের ব্যাপার । কয়েকদিন আগেই শাহিনবাগ এলাকায় 100 দিন ধরে ধরনা চলেছিল । আবার একবার সেই পরিস্থিতি তৈরি হয়েছে । এরপর কী হয়েছে তা সবাই দেখেছে ।"

শুনে নিন হিমাচলপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শান্তা কুমারের বক্তব্য

আরও পড়ুন,দিল্লি সীমান্ত থেকে কৃষকদের সরানোর আবেদন, বৃহস্পতিবার মামলা শুনবে সুপ্রিম কোর্ট

তিনি আরও বলেন, "নতুন আইনের জন্য কৃষকরা তাঁদের উৎপাদিত শস্য় দেশের যে কোনও জায়গায় পাঠাতে পারেন । এর জন্য় মধ্যস্থতাকারীদের আয় কমে যাচ্ছে । সেই কারণে তাঁরা কৃষকদের ধরনায় বসার জন্য খাবার, কম্বল ও টাকা দিচ্ছে । আর এর পিছনে রয়েছে রয়েকজন রাজনৈতিক নেতা । " সেইসঙ্গে তিনি বলেন , "এই আন্দোলন এখন আর কৃষকদের হাতে নেই । ভুল হাতে চলে যাচ্ছে । "

ABOUT THE AUTHOR

...view details