পালমপুর , 14 ডিসেম্বর : কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের বিক্ষোভ জারি রয়েছে । আজ আবার অনশন করেন তাঁরা । এই পরিস্থিতিতে কৃষকদের আন্দোলন অন্য মোড় নিচ্ছে এবং ভুল হাতে চলে যাচ্ছে বলে দাবি করলেন হিমাচলপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শান্তা কুমার । সেই সঙ্গে এই ধরনের ভুল মানুষদের থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি ।
তিনি বলেন, "কৃষি আইন কৃষকদের পক্ষেই রয়েছে । স্বার্থপররা এই ধরনের আন্দোলন শুরু করে । সরকারের প্রতিশ্রুতির পরও কৃষক আন্দোলন আরও অন্যদিকে মোড় নিচ্ছে । এটা দুর্ভাগ্যের ব্যাপার । কয়েকদিন আগেই শাহিনবাগ এলাকায় 100 দিন ধরে ধরনা চলেছিল । আবার একবার সেই পরিস্থিতি তৈরি হয়েছে । এরপর কী হয়েছে তা সবাই দেখেছে ।"