শিবমোগ্গা(কর্নাটক), 21 জানুয়ারি : কর্নাটকের শিবমোগ্গায় পাথর খাদানে ভয়াবহ বিস্ফোরণ । মৃত পাঁচ । গতরাতের ঘটনা । ডিনামাইট ও জিলেটিন স্টিক থেকে এই বিস্ফোরণ ঘটে। ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর। নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে টুইট করা হয়েছে পিএমও-র তরফে। পাশাপাশি জখমদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।
শিবমোগ্গা জেলা প্রশাসন সূত্রে খবর, শিবমোগ্গা শহরের বাইরে হুনাসোদু গ্রামে রয়েছে ওই পাথার খাদান। গতরাতে একটি ট্রাকে করে ওই খাদানে ডিনামাইট ও জিলেটিন স্টিক আনা হচ্ছিল । ট্রাকে 50টির বেশি ডিনামাইট ও জিলেটিন স্টিক ছিল বলে স্থানীয় সূত্রে খবর। আচমকা তাতে বিস্ফোরণ হয়। রাত তখন সাড়ে 10টা। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে শিবমোগ্গাসহ আশপাশের চিক্কামাগালুরু, উত্তর কন্নড় ও দেবনগরী এলাকা । বিস্ফোরণে ওইসব এলাকার একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয় । আশপাশের এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।