গড়বা(ঝাড়খণ্ড), 16 মে : স্নান করতে গিয়ে শোন নদীতে ডুবে গেল সাত যুবক । তাদের মধ্যে পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে । বাকি দু'জনের খোঁজে তল্লাশি চলছে । গড়বার কান্ডি থানার দুমরসোতা গ্রামের ঘটনা ।
ঝাড়খণ্ডে শোন নদীতে ডুবল 7 যুবক, মৃত 5 - নদীতে ডুবে মৃত্যু সাত কিশোরের
স্নান করতে গিয়ে ঝাড়খণ্ডে নদীতে ডুবল সাত যুবক । এদের মধ্যে পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে । বাকি দু'জনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ।
![ঝাড়খণ্ডে শোন নদীতে ডুবল 7 যুবক, মৃত 5 Seven Children drowned](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7219048-588-7219048-1589616090514.jpg)
আজ সকাল 6 টার সময় শোন নদীতে স্নান করতে যায় দুমরসোতা গ্রামের ব্রজেশ মিশ্র(30), অলোক মিশ্র(30), অজিত মিশ্র(19), নীরজ মিশ্র(21), অশ্বিনী দুবে(25), রাজন দুবে(21) ও সুশীল মিশ্রা(25) । প্রত্যেকেই নদীর অনেকটা গভীরে চলে যাওয়ায় ডুবে যায় । তাদের সঙ্গে আরও এক যুবক নদীতে স্নান করতে গিয়েছিল । সে কোনওরকমে নদী থেকে উঠে আসে । তারপরে গ্রামে গিয়ে খবর দেয় ।
যুবকদের নদীতে ডুবে যাওয়ার খবর জানাজানি হতেই গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে । গ্রামের কয়েকজন নদীতে নেমে ওই যুবকদের খোঁজ শুরু করে । ওই সাত যুবকের মধ্যে পাঁচ জনের দেহ উদ্ধার করেন তারা । ততক্ষণে ঘটনাস্থানে পৌঁছায় প্রশাসনিক আধিকারিক ও পুলিশরা । বর্তমানে বাকি দুই যুবকের খোঁজে নদীতে তল্লাশি চালানো হচ্ছে ।