পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক - Alwar

রাজস্থানের আলওয়ার জেলায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগ 30 বছরের এক যুবকের বিরুদ্ধে৷ গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত নীরাঞ্জন কুমার নামে ওই যুবককে৷

Minor raped in Rajasthan
Minor raped in Rajasthan

By

Published : Jun 6, 2020, 6:08 PM IST

জয়পুর, 6 জুন : সাত বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক যুবক৷ রাজস্থানের আলওয়ার জেলার ঘটনা ৷ জানা গিয়েছে, অভিযুক্ত নীরাঞ্জন কুমার নামে ওই যুবকের বয়স 30 বছর৷

অভিযোগ, ওই নাবালিকাকে বুধবার রাতে ধর্ষণ করে অভিযুক্ত৷ নাবালিকার পরিবারের অভিযোগ, অভিযুক্ত তার নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে৷ ঘটনার পরেই পুলিশে অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার৷

আলওয়ারের SP অনিল পারিস দেশমুখ বলেন, ধৃতের বিরুদ্ধে POCSO আইনে মামলা করা হয়েছে৷ ওই নাবালিকার মেডিকেল পরীক্ষাতেও ধর্ষণের কথা স্পষ্ট হয়৷ ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি৷

ABOUT THE AUTHOR

...view details