রায়পুর , 5 সেপ্টেম্বর : ছত্তিশগড়ের রায়পুরে বাস দুর্ঘটনা । শনিবার সকালে মন্দির হসৌদ থানা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনায় মৃত্যু হয়েছে সাত জনের । আহত প্রায় 20 জন । তাদের রায়পুরের আম্বেদকর হাসপাতালে ভরতি করা হয়েছে ।
ছত্তিশগড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ , মৃত 7 - Bus accident
শ্রমিক বোঝাই একটি বাস ওড়িশার গঞ্জাম থেকে গুজরাতের সুরাতের দিকে যাচ্ছিল । সেই সময় অপরদিক থেকে একটি ট্রাক বাসটিকে ধাক্কা মারে ।
জানা গেছে, শ্রমিক বোঝাই একটি বাস ওড়িশার গঞ্জাম থেকে গুজরাতের সুরাতের দিকে যাচ্ছিল । আনলকের পর কাজের জন্য শ্রমিকেরা সুরাতে যাচ্ছিল । পুলিশের তরফে জানানো হয়েছে , ভোর সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে । বাসটি যখন সুরাতের দিকে যাচ্ছিল , তখন অপর দিক থেকে একটি ট্রাক দ্রুত গতিতে আসছিল । এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা মারে ।
ওই ট্রাকটিকে আটক করা হয়েছে । তবে চালক পলাতক । ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে । ট্রাক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে রায়পুর থানার পুলিশ ।