দিল্লি, 31 অগাস্ট : দিল্লির সেনা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷ প্রাক্তন রাষ্ট্রপতিকে শেষ শ্রদ্ধা জানাতে 7 দিনের জাতীয় শোক ঘোষণা করল কেন্দ্র ৷ 31 অগাস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে জাতীয় শোক পালন করা হবে ৷ প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা ৷
প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে 7 দিনের জাতীয় শোক
প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা ৷ আজ থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে পালিত হবে জাতীয় শোক ৷
10 অগাস্ট বাথরুমে পড়ে গেছিলেন প্রণববাবু । তাঁর মাথায় আঘাত লাগে । তাঁকে আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে ভরতি করা হয় । মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গেছিল । একইসঙ্গে কোভিড আক্রান্তও ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি ৷
সংকটজনক অবস্থায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা । অস্ত্রোপচার সফল হয় । কিন্তু, বিপদ কাটেনি । অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে । 11 অগাস্ট তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয় । চিকিৎসকরা জানান, প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা সংকটজনক । এরপর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । নতুন করে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় । নিয়মিত রক্ততরলের ওষুধ খেতেন প্রণববাবু, সেই কারণেই রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না বলে মত ছিল চিকিৎসকদের । একসময় চিকিৎসায় সাড়া দেওয়াও বন্ধ করেন তিনি । এর পর আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷