পুনে, 26 এপ্রিল: মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল সফল হলে খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে COVID-19 ভ্যাকসিন । কোরোনা আতঙ্কের মধ্যে এমনই আশার কথা শুনিয়েছে পুনের সেরাম ইনস্টিটিউট । অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সফল হলেই ভ্যাকসিন তৈরিতে লেগে পড়বে ওই সংস্থা । আর অক্টোবরের মধ্যেই ভারতের বাজারে চলে আসবে মারণ ভাইরাসকে প্রতিরোধ করার ভ্যাকসিন ।
এই মুহূর্তে দেশের সাতটি সংস্থায় COVID-19 প্রতিষেধক তৈরির চেষ্টা চলছে জোরকদমে । তার মধ্যে একটি হল পুনের সেরাম ইনস্টিটিউট । অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন তৈরির প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে সেরাম । কিছুদিন আগেই ব্রিটেনের দুজন মানুষের উপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে । সেই পরীক্ষা সফল হলে শীঘ্রই সেই প্রতিষেধক বানানো শুরু করবে সেরাম ইনস্টিটিউট ।