পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সেনসেক্স নামল হুহু করে, পড়ল 792 পয়েন্ট - BSE

বাজেট পেশের পর ফের নামল সেনসেক্স । আজ বাজার খুলতেই নামতে থাকে শেয়ার সূচক।

ছবিটি প্রতীকী

By

Published : Jul 8, 2019, 1:08 PM IST

Updated : Jul 8, 2019, 5:42 PM IST

দিল্লি, 8 জুলাই : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের প্রথম বাজেট পেশ করার পর ফের নামল সেনসেক্স। এ দিন বাজার খুলতেই ৭৭৮ পয়েন্ট পড়ে সেনসেক্স দাঁড়ায় ৩৮,৭৩৫.১৩ অঙ্কে । অন্যদিকে, নিফটি ২৪৫ পয়েন্ট পড়ে দাঁড়ায় ১১,৫৫৬.৬০ অঙ্কে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হয়। দুপুরের দিকে এক ধাক্কায় ৯০০ পয়েন্ট নেমে যায় সেনসেক্স। যা এখনও পর্যন্ত বছরের সবচেয়ে খারাপ প্রবণতা বলে মনে করছেন বিশেষজ্ঞরা । যদিও বাজার বন্ধের সময় সামান্য ওঠে শেয়ার সূচক। ৭৯২.৮৫ পয়েন্ট নেমে সেনসেক্স দাঁড়ায় ৩৮,৭২০.৫৭ এবং নিফটি ২৫২.৫৫ পয়েন্ট নেমে ১১,৫৫৮.৬০ পয়েন্টে দাঁড়ায়।

আজ হু হু করে দর পড়তে শুরু করে অটো এবং ব্যাঙ্কিং শেয়ার । সকাল 11টার কিছু সময় পর সেনসেক্স 1.49 শতাংশ অর্থাৎ 589 পয়েন্ট কমে 38,295-তে থেমেছিল । এফএমসিজি এবং ব্যাঙ্কিং সংস্থা ছাড়া জাতীয় শেয়ারবাজারে বাজেট ঘোষণার পরে বড়সড় ধস নামে ।
বাজেটের পর দুদিনে মোট 1000 পয়েন্ট নামল সেনসেক্স পয়েন্ট। বাজেট পেশের পর থেকেই দালাল স্ট্রিটের হাল খুবই খারাপ।

স্টক মার্কেটের এক বিশেষজ্ঞ AK প্রভাকর বলেন, ''বাজেটে বেশি মাত্রার করের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের বিষয়ে উল্লেখ করা হয়েছে । এতেই সেনসেক্সের ওঠাপড়া চলছে।''

অপর এক বিশেষজ্ঞ বলেন, '' দেশে শক্তিশালী সরকার তৈরি হয়েছে ঠিকই, কিন্তু অর্থনীতি যেন কিছুটা ঝিমিয়ে। বাজারে নগদের জোগান কম। বেশ কিছু পণ্যের চাহিদায় ভাটা।''

Last Updated : Jul 8, 2019, 5:42 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details