দিল্লি, 25 নভেম্বর : প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল ৷ কোরোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি । শারীরিক জটিলতা দেখা দেওয়ায় গুরগাঁওয়ের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ আজ ভোর সাড়ে 3টে নাগাদ তিনি মারা যান। বয়স হয়েছিল 71 বছর । টুইট করে তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন পুত্র ফৈজ়ল প্যাটেল ৷
প্রয়াত আহমেদ প্যাটেল
প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল ৷ আজ ভোর সাড়ে 3টে নাগাদ তিনি মারা যান।
টুইটারে তিনি লেখেন, "খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি আজ ভোর সাড়ে 3টে নাগাদ আমার বাবা আহমেদ প্যাটেলের মৃত্যু হয়েছে । মাসখানেক আগে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। একাধিক অঙ্গপ্রত্যঙ্গ কাজ না করায় তাঁর শারীরিক জটিলতা দেখা দেয়।" এর পাশাপাশি তিনি শুভাকাঙ্খীদের কোরোনা-বিধি মেনে চলার অনুরোধ জানান।
প্রবীণ এই কংগ্রেস নেতা সোনিয়া গান্ধির অন্যতম রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। বর্তমানে তিনি রাজ্যসভার সদস্য ও দলের কোষাধ্যক্ষ পদে ছিলেন। 1 অক্টোবর তাঁর কোরোনা পজ়িটিভ রিপোর্ট আসে। 15 নভেম্বর তাঁকে গুরগাঁওয়ের একটি হাসপাতালের ICU-তে ভর্তি করা হয়।