অম্বিকাপুর (ঝাড়খণ্ড), 20 ডিসেম্বর : গান্ধিজির 150 তম জন্মদিনে দেশকে প্লাস্টিক মুক্ত করার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তারপর থেকে দেশজুড়ে জোরকদমে চলছে প্লাস্টিক বিরোধী অভিযান ৷ সরকারি স্কুল, স্বেচ্ছাসেবী সংস্থা সহ বিভিন্ন শাখা-সংগঠন প্লাস্টিক বন্ধে উদ্যোগ নিয়েছে ৷ প্লাস্টিক বিরোধী অভিযানে এগিয়ে এসেছে ছত্তিশগড়ের অম্বিকাপুর পৌরনিগমও ৷ বাড়ি বাড়ি গিয়ে প্লাস্টিক সংগ্রহ করছে তারা ৷
যথেচ্ছ ব্যবহারের ফলে বাড়ির আশপাশ, পাড়া-মহল্লা প্লাস্টিকে ভরে যায় ৷ দিনের পর দিন সেই পড়ে থাকা প্লাস্টিক মাটিকে দূষিত করে ৷ সাধারণ মানুষ প্রতিদিনের জীবনে যে প্লাস্টিক ব্যবহার করে তা একটি নির্দিষ্ট জায়গায় ফেললে দূষণ হয়তো কম ছড়াবে ৷ এই ভাবনা থেকেই প্লাস্টিক সংগ্রহের উদ্যোগ নিয়েছে অম্বিকাপুর পৌরনিগম ৷ বাড়ি বাড়ি গিয়ে পলিব্যাগ, প্লাস্টিকের বোতল ইত্যাদি সংগ্রহ করছেন পৌরকর্মীরা ৷ পাশাপাশি যারা প্লাস্টিক কেনে তাদের কাছে থাকা প্লাস্টিকও সংগ্রহ করে নিচ্ছে পৌরনিগম কর্তৃপক্ষ ৷
সংগৃহীত প্লাস্টিক থেকে কী করা হচ্ছে ? সংগৃহীত রঙিন পলিথিনগুলি সিমেন্টের কারখানায় বিক্রি করা হচ্ছে ৷ বাকি প্লাস্টিকগুলোকে পাঠিয়ে দেওয়া হচ্ছে কারখানায় ৷ সেখানে সংগৃহীত প্লাস্টিক থেকে বানানো হচ্ছে দানা ৷ যা থেকে পরে নানা সামগ্রী বানানো হচ্ছে ৷