দিল্লি, 26 জানুয়ারি : সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়েছিল, আজ অর্থাৎ 26 জানুয়ারি রাজধানীর বুকে কোনওরকম ট্র্যাক্টর মিছিল করা যাবে না ৷ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে দিল্লি পুলিশকেই ৷ অন্যদিকে কৃষকদের দাবি ছিল আজ ট্র্যাক্টর মিছিলের জন্য অনুমতি মিলেছে দিল্লি পুলিশের তরফে৷ সেইমতোই আজ দিল্লির বুকে ট্র্যাক্টর মিছিলে নামল কৃষক সংগঠনগুলি৷ ফলত আঁটসাট করা হল রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানের বিশেষ করে ইনকাম ট্যাক্স অফিস, যমুনা ব্রিজ ও অন্যান্য এলাকার নিরাপত্তা ব্যবস্থা ৷
গত 24 জানুয়ারি স্পেশাল পুলিশ কমিশনার দীপক পাঠক জানান, "ট্র্যাক্টর মিছিলে থেকে মূলত তিন দিকে অর্থাৎ টিকরি , সিঙ্ঘু ও গাজিপুর থেকে এই ট্র্যাক্টর মিছিলটি বের হবে৷"
আরও পড়ুন:ট্র্যাক্টর মিছিল ঘিরে আগাম সতর্ক দিল্লি পুলিশ, 1 ফেব্রুয়ারি সংসদ অভিযান কৃষকদের
সিঙ্ঘু থেকে এই মিছিলটি এগোবে কানঝাওয়ালা, বাওনা , অউচণ্ডী বর্ডার , কেএমপি এক্সপ্রেসওয়ের দিকে ৷ শেষ হবে পুনরায় সিঙ্ঘুতেই ৷