পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজধানীতে ট্র্যাক্টর মিছিল, বাড়ানো হল নিরাপত্তা

সরকারের তরফে একাধিক রফাসূত্র দেওয়া হলেও সমঝোতা হয়নি দুই পক্ষে ৷ ফলস্বরূপ আজ রাজধানীর বুকে মিছিলের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি ৷ সেইমতো আজ দিল্লির বুকে বিভিন্ন সীমানা দিয়ে কৃষকরা শুরু করবে ট্র্যাক্টর মিছিল ৷ ফলে নিরাপত্তার চাদরে মোড়া হল রাজধানীকে ৷

ট্র্যাক্টর মিছিল
ট্র্যাক্টর মিছিল

By

Published : Jan 26, 2021, 8:14 AM IST

Updated : Jan 26, 2021, 8:56 AM IST

দিল্লি, 26 জানুয়ারি : সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়েছিল, আজ অর্থাৎ 26 জানুয়ারি রাজধানীর বুকে কোনওরকম ট্র্যাক্টর মিছিল করা যাবে না ৷ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে দিল্লি পুলিশকেই ৷ অন্যদিকে কৃষকদের দাবি ছিল আজ ট্র্যাক্টর মিছিলের জন্য অনুমতি মিলেছে দিল্লি পুলিশের তরফে৷ সেইমতোই আজ দিল্লির বুকে ট্র্যাক্টর মিছিলে নামল কৃষক সংগঠনগুলি৷ ফলত আঁটসাট করা হল রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানের বিশেষ করে ইনকাম ট্যাক্স অফিস, যমুনা ব্রিজ ও অন্যান্য এলাকার নিরাপত্তা ব্যবস্থা ৷

রাজধানীর বুকে কৃষকদের ট্র্যাক্টর মিছিল

গত 24 জানুয়ারি স্পেশাল পুলিশ কমিশনার দীপক পাঠক জানান, "ট্র্যাক্টর মিছিলে থেকে মূলত তিন দিকে অর্থাৎ টিকরি , সিঙ্ঘু ও গাজিপুর থেকে এই ট্র্যাক্টর মিছিলটি বের হবে৷"

আরও পড়ুন:ট্র্যাক্টর মিছিল ঘিরে আগাম সতর্ক দিল্লি পুলিশ, 1 ফেব্রুয়ারি সংসদ অভিযান কৃষকদের

সিঙ্ঘু থেকে এই মিছিলটি এগোবে কানঝাওয়ালা, বাওনা , অউচণ্ডী বর্ডার , কেএমপি এক্সপ্রেসওয়ের দিকে ৷ শেষ হবে পুনরায় সিঙ্ঘুতেই ৷

টিক্কি সীমানা থেকে মিছিলটি এগাবে নানগ্লোই , নাজাফরগড় এবং ওয়েস্টার্ন পেরিফ্রাল এক্সপ্রেসওয়ে দিয়ে ৷

অন্যদিকে গাজিপুর সীমানা থেকে মিছিলটি এগাবে 56 ফুট পথ ধরে এবং শেষ হবে কুন্ডি, গাজিয়াবাজ পালওয়াল এক্সপ্রেসওয়েতে ৷

কৃষক মিছিলকে কেন্দ্র করে দিল্লি পুলিশ বিভিন্ন সতর্কীকরণ ব্যবস্থা নিয়েছে ৷ শহরের সমস্ত তাপবিদ্যুৎ কেন্দ্র ও পাওয়ার গ্রিড কেন্দ্রগলিতে পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ বাড়ানো হয়েছে নজরদারি ৷

প্রসঙ্গত, কেন্দ্রের তরফে শেষ প্রস্তাবে বলা হয়েছে, এক থেকে দেড় বছরের জন্য স্থগিত রাখা হবে তিন নয়া কৃষি আইন। তবে তা খারিজ করে দিয়ে আইন সম্পূর্ণ বাতিলের দাবিতেই অনড় রয়েছেন কৃষকরা। কেন্দ্রের সঙ্গে একাদশ দফার বৈঠকেও এই সমস্যার জট খোলেনি।

Last Updated : Jan 26, 2021, 8:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details