পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সাধারণতন্ত্র দিবসের আগে ‘দুর্গ‘ দিল্লি

সাধারণতন্ত্র দিবসের আগে সতর্ক রাজধানীর পুলিশ প্রশাসন ৷ ওইদিনের অনুষ্ঠানের আগে বা অনুষ্ঠান চলাকালীন দিল্লিতে যাতে কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে তৎপর পুলিশের কর্মী ও আধিকারিকরা৷ বাড়ানো হয়েছে নজরদারি৷ চলছে নাকাচেকিং৷

Security tightened in Delhi as terror threat on R-Day celebrations
সাধারণতন্ত্র দিবসের আগে ‘দুর্গ‘ দিল্লি

By

Published : Jan 24, 2021, 6:35 PM IST

নয়াদিল্লি, 24 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসের আগে সতর্ক রাজধানীর পুলিশ প্রশাসন৷ ওই দিনের অনুষ্ঠানের আগে বা অনুষ্ঠান চলাকালীন দিল্লিতে যাতে কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে তৎপর পুলিশের কর্মী ও আধিকারিকরা ৷

ইতিমধ্য়েই গোটা দিল্লিকে কার্যত মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার ঘেরাটোপে৷ মাটি থেকে আকাশ, সর্বত্রই চলছে কড়া নজরদারি৷ 24 ঘণ্টা পাহারায় থাকছে প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী৷

দিল্লি পুলিশ সূত্রে খবর, ভিড়ে ঠাসা বাজার ও শপিংমলগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে৷ শহরের প্রত্য়েকটি জনবহুল এলাকায় গাড়ি থামিয়ে চলছে নাকাচেকিং৷ চালক ও সওয়ারিদের সকলের পরিচয়পত্র পরীক্ষা করে দেখা হচ্ছে৷

দিল্লি পুলিশের দক্ষিণ-পশ্চিম শাখার ডেপুটি কমিশনার অমিত কৌশিক জানিয়েছেন, বসন্তকুঞ্জ এলাকার বাজার ও শপিংমলগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে৷ প্রত্য়েকটি প্রবেশ ও বাহির পথে দিল্লি পুলিশের কর্মীদের পাশাপাশি কম্য়ান্ডো মোতায়েন করা হয়েছে ৷ বাজারের ভিড়ে 24 ঘণ্টা নজরদারি চালাতে সারাক্ষণ দূরবীনে চোখ সেঁটে রেখেছেন কম্য়ান্ডোরা ৷

ABOUT THE AUTHOR

...view details