পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভূমিপুজোয় আসছেন প্রধানমন্ত্রী, কড়া নিরাপত্তার ব্যবস্থা অযোধ্যায় - অযোধ্যা

রামমন্দিরের ভূমিপুজো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাই পুজো বানচাল করতে সন্ত্রাসবাদী হামলার সম্ভাবনা রয়েছে বলে আগেই সতর্ক করেছে কেন্দ্রীয় সংস্থাগুলি ৷ এবার সেইমতো উত্তরপ্রদেশের সমস্ত আইন প্রয়োগকারী সংস্থাকে চূড়ান্ত সতর্ক থাকতে বলা হয়েছে ৷ শুধু তাই নয়, 15 অগাস্ট পর্যন্ত এই সুরক্ষা সতর্কতা জারি রাখতে বলা হয়েছে ৷

Ram Mandir
রামমন্দির

By

Published : Aug 2, 2020, 12:15 PM IST

অযোধ্যা(উত্তরপ্রদেশ), 2 অগাস্ট : বুধবার রামমন্দিরে ভূমিপুজোয় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ওইদিন সন্ত্রাসবাদী হামলার সম্ভাবনা রয়েছে বলে আগেই সতর্ক করেছে কেন্দ্রীয় সংস্থাগুলি ৷ এবার সেইমতো উত্তরপ্রদেশের সমস্ত আইন প্রয়োগকারী সংস্থাকে চূড়ান্ত সতর্ক থাকতে বলা হয়েছে ৷ শুধু তাই নয়, 15 অগাস্ট পর্যন্ত এই সতর্কতা জারি রাখতে বলা হয়েছে ৷

রামমন্দিরের ভূমিপুজোয় শুধুমাত্র প্রধানমন্ত্রী নন, উপস্থিত থাকবেন উমা ভারতীসহ BJP নেতারা ৷ RSS-এর বেশ কয়েকজন নেতাও এই পুজোয় উপস্থিত থাকতে পারেন বলে খবর ৷ একইসঙ্গে শিল্পপতি ও সরকারি আমলারাও উপস্থিত থাকবেন ৷

সাকেত মহাবিদ্যালয়ের যে এলাকায় প্রধানমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করবে সেখান থেকে রাম জন্মভূমি পর্যন্ত এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ তবে, রামকোট এলাকার বাসিন্দাদের যাতায়াতের জন্য পাস দেওয়া হয়েছে ৷ নিয়মিত সুরক্ষার বিষয়গুলির উপর নজর রাখা হচ্ছে ৷ পাশাপাশি প্রতিটি ঘরে চেকিং করা হচ্ছে ৷ অযোধ্যার এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, সাড়ে তিন হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে ৷ পাশাপাশি 500 জনের বেশি আধিকারিক উপর থেকে নজরদারি চালাবেন ৷ এলাকার প্রত্যেকের গতিবিধির উপর নজর রাখতে ব্যবস্থা থাকবে ড্রোনেরও ৷ ইতিমধ্যে 5 হাজারের বেশি CCTV ক্যামেরা লাগানো হয়েছে ৷

অযোধ্যার সমস্ত হোটেল, লজ, গেস্ট হাউজ় যাচাইয়ের কাজ চলছে ৷ শহরে ঢোকার সমস্ত রাস্তা সিল করে দেওয়া হয়েছে ৷ অযোধ্যার SSP দীপক কুমার জানান, যান চলাচল স্বাভাবিক রাখতে 12 জায়গায় রুট পরিবর্তন করা হয়েছে ৷ তিনি বলেন, "5 অগাস্ট রামমন্দিরের শিল্যান্যাস অনুষ্ঠানের জন্য নিরাপত্তা সংক্রান্ত সমস্ত ব্যবস্থা সম্পন্ন ৷ কোরোনার সমস্ত নিয়ম পালন করা হবে ৷ কোনও জায়গায় একসঙ্গে পাঁচ জনের বেশি মানুষকে জমায়েত থেকে বিরত থাকার অনুরোধ করছি ৷" রামমন্দিরে শিল্যান্যাস অনুষ্ঠানের সমস্ত প্রস্তুতি দেখতে আজ অযোধ্যায় আসবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

ABOUT THE AUTHOR

...view details