অযোধ্যা, 22 অগাস্ট : দিল্লিতে ISIS-এর সক্রিয় সদস্য সন্দেহে এক ব্যক্তি গ্রেপ্তার হওয়ার পর অযোধ্যায় নিরাপত্তা বাড়ানো হল । উত্তরপ্রদেশের অযোধ্যায় সমস্ত ধর্মীয় স্থানসহ প্রধান জায়গাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে । জারি হয়েছে হাই অ্যালার্ট । বিশেষভাবে চেকিং করে তবেই অযোধ্যায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে ।
অযোধ্যায় পুলিশ প্রশাসন পুরোপুরি সজাগ রয়েছে । এর আগে রাম মন্দিরের ভূমিপুজোর সময় অযোধ্যায় জঙ্গি হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছিল । এরপর আজ সকালে বিস্ফোরক IED-সহ দিল্লিতে আবু ইউসুফ নামে বছর 30-এর এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ । তার কাছ থেকে 30টি বোর পিস্তল, চারটি কার্তুজ, 15 কেজি IED-সহ স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় । ওই বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়েছে । দিল্লি, উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জায়গায় তল্লাশি শুরু হয়েছে । কয়েকটি জায়গা সিল করা হয়েছে । এই পরিস্থিতিতে নিরাপত্তার দিক থেকে অতিসংবেদনশীল অযোধ্যায় নিরাপত্তা ব্যবস্থা আরও সক্রিয় করা হয়েছে ।