পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অশান্ত রাজধানী, উত্তর-পূর্ব দিল্লিতে জারি 144 ধারা

গতকালের হিংসাত্মক ঘটনার পর আজ উত্তর-পূর্ব দিল্লিতে জারি হল 144 ধারা ৷

By

Published : Dec 18, 2019, 10:49 AM IST

Updated : Dec 18, 2019, 11:39 AM IST

Section 144 imposed in Delhi's North-East Delhi
উত্তর-পূর্ব দিল্লিতে জারি 144 ধারা

দিল্লি, 18 ডিসেম্বর : উত্তর-পূর্ব দিল্লিতে জারি 144 ধারা ৷ নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে গত দুই-তিন ধরেই উত্তপ্ত দিল্লি ৷ গতকাল পূর্ব দিল্লির সিলামপুরে একটি স্কুলবাসে ভাঙচুর চালানো হয় ৷ বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয় পুলিশ ফাঁড়িতে ৷ অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাথর ৷ পরিস্থিতি সমাল দিতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল ৷ গতকালের ঘটনায় জখম দুই পুলিশ কর্মী ৷ ঘটনায় এখনও পর্যন্ত মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ এরপর আজ জারি করা হয় কারফিউ ৷ কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর জারি রয়েছে ৷

দিল্লির এক পুলিশ আধিকারিক বলেন, গতকাল বেলা 1টা নাগাদ বিক্ষোভ শুরু হয়েছিল ৷ সেই সময় স্কুলবাসটি পড়ুয়াদের বাড়ি নিয়ে যাচ্ছিল ৷ অভিযোগ করেন, বিক্ষোভকারীরা স্কুলবাস সহ অন্যান্য বাসগুলিকেই বেছে নিয়েছিল ৷ প্রায় 2000 বিক্ষোভকারী ইট-পাথর ছোড়ে এবং গাড়িতে আগুন লাগিয়ে দেয় ৷ এমনকী, পুলিশকে লক্ষ্য করেও পাথর ছোড়ে ৷ ঘটনায় 20 জন জখম হন, যার মধ্যে 12 জন পুলিশ আধিকারিক রয়েছে ৷

এক প্রত্যক্ষদর্শী বলেন, "নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী শান্তিপূর্ণ প্রতিবাদ মুহূর্তের মধ্যে হাতের বাইরে বেরিয়ে যায় ৷ " প্রত্যক্ষদর্শীদের অনেকের দাবি, বহিরাগতরা অশান্তির জন্য দায়ি ৷ বোতল ও ইট-পাথর হাতে প্রতিবাদে সামিল হয়েছিল বহিরাগতরা ৷

ঘটনার পর ঘণ্টা খানেক সিলামপুর এলাকা থমথমে ছিল ৷ স্থানীয় বাসিন্দারা শান্তির আবেদন জানান ৷ ঘটনাস্থান সংলগ্ন 6টি মেট্রো স্টেশনে ট্রেন চলাচল কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয় ৷ সন্ধ্যার দিকে ফের বিক্ষোভ হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

উল্লেখ্য, রবিবার নাগরিকত্ব আইনের প্রতিবাদে সরব হয় দিল্লির জামিয়া চত্বর । দক্ষিণ-পূর্ব দিল্লির জামিয়া রোডে পুলিশ-জনতার মধ্যে খণ্ডযুদ্ধ বাধে । ভাঙচুর চালানো হয় একাধিক বাসে । ঘটনায় জখম হন উভয়পক্ষের কয়েকজন । আঙুল ওঠে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দিকে । তবে, পড়ুয়ারা পালটা অভিযোগ করে, ঘটনায় বহিরাগতরা ছিল । তাঁদের কেউ এই কাজ করেননি । গতকাল সকালে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করে পুলিশ । ওই দশজনের মধ্যে কোনও ছাত্র-ছাত্রী নেই বলে জানা যায় । পুলিশ সূত্রে খবর, 10 জনের নামেই অপরাধের রেকর্ড রয়েছে । ধৃতরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন জামিয়া ও ওখলা এলাকার বাসিন্দা ।

Last Updated : Dec 18, 2019, 11:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details