পটনা, 3 নভেম্বর : বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ সম্পন্ন । তিন দফার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দ্বিতীয় দফার ভোট । আজ 17টি জেলার 94টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হয় । নির্বাচনী ময়দানে রয়েছেন প্রায় দেড় হাজার প্রার্থী । ভোটার রয়েছেন 2 কোটি 85 লাখের বেশি । দিনের শেষে দ্বিতীয় দফায় ভোট দানের হার 53.51 শতাংশ ।
বিহারে দ্বিতীয় দফায় ভোট পড়ল 53.51 শতাংশ - দ্বিতীয় দফায় বিহার বিধানসভা নির্বাচন
17টি জেলার 94টি বিধানসভা আসনে আজ ভোটগ্রহণ হয় ।
28 অক্টোবর প্রথম দফার ভোটে 55.68 শতাংশ ভোট পড়েছিল । এবার দ্বিতীয় দফার ভোটে সবার নজর তেজস্বী যাদবের দিকে । RJD-বাম-কংগ্রেস মহাজোটের এবারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী লালুপুত্র তেজস্বী । বৈশালী জেলার রঘোপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন । নজর রয়েছে লালুর আরেক ছেলে তেজপ্রতাপের দিকেও । তিনি লড়ছেন সমস্থিপুর জেলার হাসনপুর বিধানসভা কেন্দ্র থেকে ।
নির্বাচনকে ঘিরে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বাড়তি সতর্কতা নিয়েছে প্রশাসন । তিন দফার ভোটের জন্য সবমিলিয়ে প্রায় 30 হাজার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বিহারে পাঠানো হয়েছে । মাওবাদী অধ্যুষিত এলাকা হিসেবে চিহ্নিত 16টি জেলায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ।