মোদি বলেন,
- অ্যামেরিকা ও ভারতের সম্পর্ক একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় অংশীদারিত্ব ।
- আজ প্রতিরক্ষা,নিরাপত্তা , শক্তি, প্রযুক্তি,বাণিজ্য, তেল ও গ্যাস নিয়ে আলোচনা হয়েছে ।
- ড্রাগসের বিরুদ্ধের লড়াই করতে ড্রাগ ট্র্যাফিকিং, নারকোটিজম নিয়ে আলোচনা হয়েছে ।
- একটি বড় বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা শুরু হয়েছে ।
ট্রাম্প বলেন,
- ইসলামিক সন্ত্রসাবাদ দমনে ঐক্যবদ্ধ দুই দেশ ।
- নারী ক্ষমতায়ন, শক্তি ও রপ্তানি ক্ষেত্রে আলোচনা হয়েছে ।
- প্রতিরক্ষা বিষয়ে আলোচনা হয়েছে । MH-60 রোমিও হেলিকপ্টার, অ্যাপাচে নিয়ে মোট 3 বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে ভারতের সঙ্গে ।