পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ইন্দো-মার্কিন সম্পর্ক আগে কখনও এত শক্তিশালী হয়নি : ট্রাম্প - doanld trump visit

ছবি
ছবি

By

Published : Feb 25, 2020, 10:17 AM IST

Updated : Feb 25, 2020, 4:07 PM IST

14:02 February 25

দিল্লি, 25 ফেব্রুয়ারি : হায়দরাবাদ হাউজ়ে বৈঠক শেষ মোদি ও ট্রাম্পের । প্রতিরক্ষা, নিরপত্তা, শক্তি, বাণিজ্য সহ একাধিক ইশুতে কথা হয়েছে দুই দেশের । বৈঠক শেষে অ্যামেরিকার প্রেসিডেন্ট জানান, আগে কখনও এতটা শক্তিশালী হয়নি দুই দেশের সম্পর্ক ।

বৈঠক শেষে ট্রাম্প ও মোদি

মোদি বলেন,  

  • অ্যামেরিকা ও ভারতের সম্পর্ক একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় অংশীদারিত্ব ।  
  • আজ প্রতিরক্ষা,নিরাপত্তা , শক্তি, প্রযুক্তি,বাণিজ্য, তেল ও গ্যাস নিয়ে আলোচনা হয়েছে ।  
  • ড্রাগসের বিরুদ্ধের লড়াই করতে ড্রাগ ট্র্যাফিকিং, নারকোটিজম নিয়ে আলোচনা হয়েছে ।
  • একটি বড় বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা শুরু হয়েছে ।

ট্রাম্প বলেন,  

  • ইসলামিক সন্ত্রসাবাদ দমনে ঐক্যবদ্ধ দুই দেশ ।  
  • নারী ক্ষমতায়ন, শক্তি ও রপ্তানি ক্ষেত্রে আলোচনা হয়েছে ।
  • প্রতিরক্ষা বিষয়ে আলোচনা হয়েছে । MH-60 রোমিও হেলিকপ্টার, অ্যাপাচে নিয়ে মোট  3 বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে ভারতের সঙ্গে । 

12:49 February 25

দিল্লির স্কুলে মেলানিয়া

দিল্লির নানকপুরার সর্বোদয়া কো এড সেকেন্ডারি স্কুলে মেলানিয়া ট্রাম্প । কথা বললেন পড়ুয়াদের সঙ্গে । 

11:15 February 25

হায়দরাবাদ হাউজ়ে ট্রাম্প

হায়দরাবাদ হাউজ়ে বৈঠক করছেন ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি । 

11:15 February 25

গাছ লাগাচ্ছেন ট্রাম্প

রাজঘাটে গাছ লাগালেন ট্রাম্প । সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী । 



 

10:53 February 25

ভিজ়িটরস বুকে অভিজ্ঞতার কথা লিখছেন ট্রাম্প ও তাঁর স্ত্রী

রাজঘাটে ভিজ়িটরস বুকে অভিজ্ঞতার কথা লিখছেন ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া । 



 

10:47 February 25

গান্ধিজিকে শ্রদ্ধাজ্ঞাপন

রাজঘাটে গান্ধিজিকে শ্রদ্ধা জানাচ্ছেন সস্ত্রীক ট্রাম্প । 



 

10:40 February 25

হায়দরাবাদ হাউজ়ে ট্রাম্প

হায়দরাবাদ হাউজ় পৌঁছেছেন নরেন্দ্র মোদি । কিছুক্ষণ পরই সেখানে বৈঠক শুরু হবে । 



 

10:27 February 25

ট্রাম্পকে গার্ড অফ অনার

রাষ্ট্রপতি ভবনে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে ট্রাম্পকে । 



 

10:26 February 25

চলছে ফোটো সেশন

রাষ্ট্রপতি ভবনে চলছে ফোটো সেশন। রয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ. তাঁর স্ত্রী সবিতা কোবিন্দ, নরেন্দ্র মোদি, ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প । 



 

10:11 February 25

রাষ্ট্রপতি ভবনে ট্রাম্প

রাষ্ট্রপতি ভবনে পৌঁছালেন ডোনাল্ড ট্রাম্প ।  

রাষ্ট্রপতিকে স্বাগত জানালেন নরেন্দ্র মোদি । রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ।  



 

10:03 February 25

রাষ্ট্রপতি ভবনে ইভাঙ্কা

রাষ্ট্রপতি ভবনে পৌঁছেছেন ট্রাম্প কন্যা ইভাঙ্কা । 
 

Last Updated : Feb 25, 2020, 4:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details