শ্রীনগর, 12 ফেব্রুয়ারি : জানুয়ারিতেই 16 দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিবিদরা জম্মু-কাশ্মীরে এসেছিলেন। খতিয়ে দেখেছিলেন সামগ্রিক পরিস্থিতি । আজ বিদেশি প্রতিনিধিদের দ্বিতীয় দল পৌঁছালেন জম্মু-কাশ্মীরে। দলে রয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যরা । 370 ধারা প্রত্যাহারের পর এ নিয়ে তৃতীয়বার সফরে এল বিদেশি প্রতিনিধি দল ।
আজ জম্মু-কাশ্মীরে বিদেশি প্রতিনিধিদের দ্বিতীয় দল - foreign envoys including EU representatives to visit Jammu-kashmir today
9 জানুয়ারি জম্মু-কাশ্মীর সফরে এসেছিলেন 16 দেশের প্রতিনিধি । আজ আবার জম্মু-কাশ্মাীর পৌঁছালেন বিদেশি প্রতিনিধিদের দ্বিতীয় দল । রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যরা।
ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যরা ছাড়াও দলে রয়েছেন জার্মানি, কানাডা, ফ্রান্স,নিউজ়িল্যান্ড, মেক্সিকো, ইতালি,অস্ট্রিয়া, পোল্যান্ড ও আফগানিস্তানের রাষ্ট্রদূত ও কূটনীতিবিদরা । শ্রীনগর পৌঁছানোর আগে উত্তর কাশ্মীরে সাংবাদিক বৈঠক করবেন প্রতিনিধিরা । সেখানকার মানুষজন ও রাজনীতিবিদদের সঙ্গেও দেখা করবেন। পরে শ্রীনগরে রাত্রিযাপন করবেন। শ্রীনগর থেকে পরের দিন জম্মু যাবেন । সেখানে উপ-রাজ্য়পাল জি সি মুর্মুর সঙ্গে দেখা করার কথা রয়েছে। সেনাদের কাছে জম্মু-কাশ্মীরের নিরাপত্তা ও বর্তমান পরিস্থিতির সংক্ষিপ্ত বিবরণও নেবেন তাঁরা ।
গতমাসে অ্যামেরিকা, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, নাইজেরিয়া, মরক্কো, গুয়ানা, আর্জেন্টিনা, ফিলিপিন্স, নরওয়ে, মালদ্বীপ, ফিজি, টোগো, বাংলাদেশ, পেরু, নাইজার, জ়াম্বিয়ার রাষ্ট্রদূত ও কূটনীতিবিদরা দু'দিনের সফরে জম্মু-কাশ্মীর এসেছিলেন। একমাসের মধ্যেই আজ দ্বিতীয় দল আবার সফরে আসছে ।