শ্রীনগর, 12 অক্টোবর : শ্রীনগরের হরি সিং হাই স্ট্রিটে গ্রেনেড বিস্ফোরণ । জখম এক মহিলা-সহ সাত । তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়েছে । এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী ।
শ্রীনগরে গ্রেনেড বিস্ফোরণ, জখম 7 - শ্রীনগরে গ্রেনেড বিস্ফোরণ
শ্রীনগরের হরি সিং হাই স্ট্রিট, শহরের অন্যতম ব্যস্ত রাস্তায় গ্রেনেড বিস্ফোরণ । জখম এক মহিলা-সহ সাত ।
ছবি সৌজন্যে : ANI
আজ দুপুরে শ্রীনগরের হরি সিং হাই স্ট্রিট, শহরের অন্যতম ব্যস্ত রাস্তায় গ্রেনেড বিস্ফোরণ ঘটে । বিস্ফোরণস্থানে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । জখম হয়েছেন সাতজন । কীভাবে গ্রেনেডটি এলাকায় এল, কে বা কারা গ্রেনেডটি রেখে গেছিল তার খোঁজে এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ । বিস্ফোরণের ফলে রাস্তার যে অংশটি আংশিক ভেঙে গেছে সেটি ঘিরে দিয়েছে পুলিশ ।