গ্যাংটক, 13 অগাস্ট : SDF বা সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে BJP-তে যোগ দিলেন 10 বিধায়ক । যোগদান পর্ব শেষ হতেই BJP জানিয়ে দিল তারাই এখন সিকিমে প্রধান বিরোধী দল ।
BJP সূত্রে জানানো হয়, গত এপ্রিলে লোকসভার পাশাপাশি সেরাজ্যে বিধানসভা নির্বাচনে মোট 15টি আসনে জিতেছিল SDF । দু়'জন বিধায়ক দুটি করে আসন জেতেন । অর্থাৎ মোট 13 জন বিধায়ক জয়লাভ করেন । সংখ্যাধিক্য না থাকায় দীর্ঘ 25 বছর পর ক্ষমতা হারান পবন চামলিং ও তাঁর দল । বিরোধী আসনে বসেন তাঁরা । সিকিমে দলকে শক্তিশালী করতে SDF-র সব বিধায়ককে BJP-তে যোগ দেওয়ানোর চেষ্টা শুরু হয় ৷ তবে পবন কামলিংসহ আরও দুই বিধায়ক BJP-তে যোগ দিতে রাজি হননি । এরপর আজ 10 বিধায়ককে BJP-তে যোগ দেওয়ান কেন্দ্রীয় BJP-র নেতারা । BJP-র তরফে জানিয়ে দেওয়া হয়, SDF থেকে দুই তৃতীয়াংশের বেশি বিধায়ক তাদের দলে এসেছেন । ফলে এখন তারাই সিকিমে প্রধান বিরোধী দল । BJP সিকিমে শক্তিশালী বিরোধী ভূমিকা পালন করবে ।