পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা চিকিৎসায় নতুন পদ্ধতির প্রস্তাব, ছাড়পত্র শ্রী চিত্রা তিরুনাল ইনস্টিটিউটকে - কোরোনার চিকিৎসায় কনভালেসেন্ট-প্লাজ়মা থেরাপি

কোরোনার চিকিৎসায় "কনভালেসেন্ট-প্লাজ়মা থেরাপি"-র প্রস্তাব দেয় শ্রী চিত্রা তিরুনাল ইনস্টিটিউট । এই পদ্ধতিকে ছাড়পত্র দিয়েছে ICMR । এই পদ্ধতিতে কোরোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির প্লাজ়মা অসুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করিয়ে ব্যক্তির চিকিৎসা করা হবে ।

corona-treatment
কোরোনা চিকিৎসা

By

Published : Apr 11, 2020, 9:00 PM IST

Updated : Apr 11, 2020, 10:04 PM IST

দিল্লি, 11 এপ্রিল : কোরোনার চিকিৎসায় নতুন পদ্ধতির প্রস্তাব দিয়েছিল শ্রী চিত্রা তিরুনাল ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (SCTIMST) । বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অধীনে এই প্রতিষ্ঠান এ'বার কোরোনার চিকিৎসায় নতুন পদ্ধতি নিয়ে গবেষণার ছাড়পত্র পেল ।

কোরোনার চিকিৎসায় নতুন পদ্ধতি হিসেবে শুক্রবার "কনভালেসেন্ট-প্লাজ়মা থেরাপি"-র প্রস্তাব দেয় SCTIMST । বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, এই পদ্ধতিতে কোরোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির প্লাজ়মা আক্রান্ত ব্যক্তির শরীরে দেওযার প্রস্তাব দিয়েছে কেরালার শ্রী চিত্রা তিরুনাল ইনস্টিটিউট । প্রযুক্তিগতভাবে "কনভালেসেন্ট-প্লাজ়মা থেরাপি" নামে পরিচিত এই পদ্ধতিতে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবহার করে অসুস্থ ব্যক্তির চিকিৎসা করা হবে । কেরালার এই প্রতিষ্ঠানের দাবি, এই পদ্ধতি প্রয়োগ করে 3 থেকে 7 দিনের মধ্যে সুস্থ হয়ে উঠবেন কোরোনা ভাইরাসে আক্রান্ত রোগী । পদ্ধতিটি পরিচালনা ও পরীক্ষার জন্য শনিবার SCTIMST-কে অনুমোদন দিল ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ ।

প্রসঙ্গত, ভারতে ক্রমেই বাড়ছে কোরোনার সংক্রমণ । শেষ 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 1035 জন, মৃত্যু হয়েছে 40 জনের । শনিবার বিকেল 5টা পর্যন্ত পর্যন্ত ভারতে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে 7529 । সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে 242 । এখনও পর্যন্ত সুস্থ হয়েছে 653 জন ।

Last Updated : Apr 11, 2020, 10:04 PM IST

For All Latest Updates

TAGGED:

SCTIMST

ABOUT THE AUTHOR

...view details