পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এক লাখের বেশি শ্রমিককে নিজেদের রাজ্যে ফিরিয়েছে দক্ষিণ-মধ্য রেল - পরিযায়ী শ্রমিক

লকডাউনে আটকে পড়া শ্রমিকদের বাড়ি ফেরাতে "শ্রমিক স্পেশাল ট্রেন" চালু করা হয়েছে । এই স্পেশাল ট্রেনে করেই 1 লাখের বেশি শ্রমিককে তাঁদের রাজ্যে পৌঁছে দিয়েছে দক্ষিণ মধ্য রেল(SCR) ।

Shramik train
শ্রমিক স্পেশাল ট্রেন

By

Published : May 18, 2020, 12:02 PM IST

হায়দরাবাদ, 18 মে : লকডাউনের ফলে দেশের বিভিন্ন রাজ্যে আটকে পড়েছিলেন শ্রমিকরা । তাঁদের নিজেদের রাজ্যে ফেরাতে সরকারের তরফে "শ্রমিক স্পেশাল ট্রেন" চালু করা হয়েছে । এই স্পেশাল ট্রেনে করেই 1 লাখের বেশি শ্রমিককে তাঁদের রাজ্যে পৌঁছে দিয়েছে দক্ষিণ-মধ্য রেল(SCR) ।

1 মে থেকে এখনও পর্যন্ত 93 টি শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়েছে SCR । তাদের তরফে বলা হয়েছে, বিভিন্ন রাজ্য থেকে সম্মতি পাওয়ার পর এখনও পর্যন্ত 1 লাখ 18 হাজার 229 জন শ্রমিককে ফেরানো হয়েছে । 1 মে ভারতীয় রেলের SCR-র জ়োনের তরফেই প্রথম শ্রমিক স্পেশাল ট্রেন পরিষেবা দেওয়া হয় । ওই দিন লিঙ্গামপল্লি থেকে হাতিয়া পর্যন্ত একটি শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়েছিল SCR । এছাড়াও, তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহরাষ্ট্র, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িশা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড ও মণিপুরের বিভিন্ন জায়গায় শ্রমিক স্পেশাল ট্রেন পরিষেবা দিয়েছে SCR ।

হায়দরাবাদের বিবিনগর থেকে মণিপুরের জিরিবাম পর্যন্ত 2 হাজার 871 কিলোমিটারের দীর্ঘতম রুটেও শ্রমিক স্পেশাল ট্রেন পরিষেবা দিয়েছে SCR । শুধু তাই নয়, SCR-এর তরফে অন্ধ্রপ্রদেশের চিত্তুর থেকে বিহারের সহসরা পর্যন্ত 2 হাজার 589 কিলোমিটারের রুটেও ট্রেন পরিষেবা দেওয়া হয়েছে ।

এই ট্রেন পরিষেবা দেওয়ার আগে সমস্ত সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে । যাত্রীদের থার্মাল স্ক্রিনিং থেকে শুরু করে ট্রেনের কোচগুলির স্যানিটাইজ়েশন সবই করা হয়েছে নিয়ম মেনে । যাত্রীদের বিনামূল্যে খাবার ও জলও দেওয়া হয়েছে SCR-এর তরফে । যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে ট্রেনগুলিতে পুলিশ আধিকারিক নিয়োগ করা হয়েছিল ।

SCR-এর জেনেরাল ম্যানেজার গজানন মল্ল্যা শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরানোর ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য রেলের আধিকারিক ও অন্যান্য কর্মীদের প্রশংসা করেছেন । তিনি জানান, ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের বাড়ি পৌঁছে দিতে নিজেদের পরিষেবা চালু রাখবে SCR । পাশাপাশি শ্রমিক ট্রেনের পরিষেবা নিতে ইচ্ছুক ব্যক্তিদের সংশ্লিষ্ট রাজ্যের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নাম রেজিস্টার করার জন্যও অনুরোধ করেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details