পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হাম-রুবেলার ভ্যাকসিন COVID-19 থেকে শিশুদের রক্ষা করতে পারে - কোরোনা ভাইরাসের চিকিৎসা

হাম, মাম্পস এবং রুবেলার মতো ভ্যাকসিন দেওয়া থাকলে শিশুরা COVID-19 এর সংক্রমণ ঠেকাতে পারবে । সম্প্রতি লিথুয়ানিয়া ও কুরদিশ বিজ্ঞানীরা এক সমীক্ষায় এমন দাবি করেছেন ।

Childhood vaccine can protect children from COVID-19
কোরোনা ভাইরাসের চিকিৎসা

By

Published : Jun 29, 2020, 3:11 AM IST

হাম-রুবেলার ভ্যাকসিনCOVID-19থেকেশিশুদের রক্ষা করতে পারে

হায়দরাবাদ, 28 জুন : লিথুয়ানিয়া ও কুরদিশ বিজ্ঞানীরা সম্প্রতি জানিয়েছেন, যেসব শিশুর হাম, মাম্পস এবং রুবেলা (MMR)-এর মতো ভ্যাকসিন নেওয়া আছে । তারা COVID-19 এর সংক্রমণ থেকে রক্ষা পেতে পারে । বিজ্ঞানীরা SARS-CoV-2, হাম ও রুবেলা ভাইরাসের অ্যামিনো এসিডের উপর পরীক্ষা চালান ।

সমীক্ষায় দেখা গেছে চিন, ইটালি ও দক্ষিণ কোরিয়ায় 10 বছরের নিচে শিশুদের মধ্যে কোরোনা ভাইরাসের সংক্রমণ কম । যারা সংক্রমিত হচ্ছে, তাদের উপর COVID-19 এর খুব বেশি প্রভাব পরছে না । বিজ্ঞানীরা দাবি করেছেন, MMR ভ্যাকসিন COVID-19 এর প্রোটিনের অংশ চিনতে পারে এবং অ্যান্টিবডিগুলি কোষের মধ্যে ভাইরাস ঢুকতে বাধা দেয় । বিজ্ঞানীরা জানিয়েছেন, SARS-CoV-2'র যে প্রোটিন রয়েছে, তা মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় । কিন্তু MMR-এর মতো ভ্যাকসিন নেওয়া থাকলে অ্যান্টিবডিরা সেই প্রোটিনকে চিহ্নিত করতে পারে । দেহে কোনও অযাচিত কিছু প্রবেশ করলে তারা ক্রমাগত তার বিরুদ্ধে লড়াই করতে থাকে ।ছোটবেলায় মানুষ বহু ভাইরাস ঘটিত রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা শরীরের মধ্যে নিজে থেকে গড়ে তুলতে পারে । এর ফলে যে কোনও ভাইরাসের বিরুদ্ধে বড় মাপের রোগ প্রতিরোধ সংগঠন সহজ হয়ে যায় ।

বিজ্ঞানীদের মতে, MMR ভ্যাকসিন 15 থেকে 20 বছর পর্যন্ত অ্যান্টিবডিগুলিকে বাঁচিয়ে রাখে । তাই COVID-19 এর বিরুদ্ধে 15 থেকে 20 বছর পর্যন্ত সুরক্ষা পাওয়া যেতে পারে । এখনও এই ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত নন বিজ্ঞানীরা । বিষয়টি নিয়ে গবেষণা চলছে ।

ABOUT THE AUTHOR

...view details