পশ্চিমবঙ্গ

west bengal

বিজ্ঞান ফলাফলের দিকে তাকিয়ে থেমে থাকে না : কে শিভান

চাঁদের মাটি ছোঁয়ার মাত্র 2.1 কিলোমিটার আগে বিক্রমের অন্তর্ধানে ভেঙে পড়েছিলেন ISRO প্রধান কে শিভান ৷ ভেঙে পড়েছিলেন ISRO-র বিজ্ঞানীরাও ৷ সবাইকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী স্বয়ং৷ প্রাথমিক ধাক্কা সামলে ফের জেগে উঠেছেন তাঁরা ৷

By

Published : Sep 7, 2019, 11:38 PM IST

Published : Sep 7, 2019, 11:38 PM IST

Updated : Sep 8, 2019, 12:38 AM IST

কে শিভান

শ্রীহরিকোটা, 7 সেপ্টেম্বর : পৃথিবী থেকে চাঁদের দুরত্ব 3 লাখ 84 হাজার 400 কিলোমিটার৷ গোটা বিশ্বের কাছে এই হিসাব থাকলেও শনিবার মাঝরাত থেকে তা যেন বদলে গেছে ভারতের কাছে ৷ 7 সেপ্টেম্বর থেকে ভারত আর চাঁদের ব্যবধান যেন 2.1 কিলোমিটার ৷ চন্দ্রপৃষ্ঠ থেকে এই দুরত্বেই নিখোঁজ হয়ে গেছে ভারতের স্বপ্নযান ল্যাডার বিক্রম ৷

চাঁদের মাটি ছোঁয়ার মাত্র 2.1 কিলোমিটার আগে বিক্রমের অন্তর্ধানে ভেঙে পড়েছিলেন ISRO প্রধান কে শিভান ৷ ভেঙে পড়েছিলেন ISRO-র বিজ্ঞানীরাও ৷ সবাইকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী স্বয়ং৷ প্রাথমিক ধাক্কা সামলে ফের জেগে উঠেছেন তাঁরা ৷

বেশ প্রত্যয়ের সুরেই আজ সন্ধ্যায় কে শিভান জানালেন, এখনই তাঁরা হাল ছাড়ছেন না ৷ আগামী 14 দিন তারা ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের খোঁজ চালাবেন ৷ চেষ্টা চলবে ফের যোগাযোগ স্থাপনের । তিনি আরও জানান, মিশনের অংশ হিসেবে প্রাথমিকভাবে ঠিক ছিল এক বছর কাজ করবে চন্দ্রযান 2-র অরবিটার ৷ তবে, অতিরিক্ত জ্বালানি মজুত থাকায় সাড়ে সাত বছর কাজ চালিয়ে যেতে পারবে অরবিটার ৷ তাঁর মতে সামগ্রিক ভাবে চন্দ্রযান-2 অভিযান 100 শতাংশ সাফল্যের খুব কাছে পৌঁছেছে ৷

কে শিভান আরও বলেন, "বিজ্ঞান কখনও ফলাফলের দিকে তাকিয়ে থেমে থাকে না ৷ নতুন নতুন পরীক্ষার ভাবনা নিয়ে বিজ্ঞান এগিয়ে যায় ৷ পরীক্ষার মাধ্যমেই একদিন ফলাফল মেলে৷ "

Last Updated : Sep 8, 2019, 12:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details