মুম্বই, 19 সেপ্টেম্বর : মুম্বইয়ে ফের শুরু হল ভারী বৃষ্টি । শহরজুড়ে জারি হয়েছে রেড অ্যালার্ট । সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার । মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী আশিস শেলার টুইট করে স্কুল ও কলেজ বন্ধের কথা জানান । টুইটে তিনি লেখেন, "ভারী বৃষ্টির পূর্বাভাসকে নজরে রেখে সতর্কতামূলক কারণে মুম্বই-থানে এলাকার সমস্ত স্কুল ও জুনিয়র কলেজ আজকের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার ।"
গতরাত থেকেই ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই । এদিকে আবহাওয়া অফিসের তরফে আগামী দুই দিনও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে । মুম্বই ছাড়া পালঘর ও থানেতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃষ্টির জেরে মুম্বইতে বিপর্যস্ত রেল ও বিমান পরিষেবা । মুম্বইয়ের রাস্তাতেও ট্র্যাফিক জ্যামের সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ । মুম্বই ছাড়া রায়গড়েও রেড অ্যালার্ট জারি করা হয়েছে । আগামী 24 ঘণ্টায় 204 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে । জানা গেছে, মুম্বইয়ের থেকে রায়গড়ের অবস্থা আরও ভয়াবহ । মুম্বই ও পার্শ্ববর্তী এলাকার বেশকিছু বাড়ির ভেতর জল ঢুকে গেছে ।