দিল্লি, 13 নভেম্বর : দূষণের মাত্রা বৃদ্ধির কারণে দিল্লি ও সংলগ্ন জেলাগুলিতে স্কুল বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে ৷ যে সমস্ত কারখানাগুলি তাদের জ্বালানি পরিশোধন করে না, সেগুলিকে শুক্রবার পর্যন্ত বন্ধ রাখতে বলেছে পরিবেশ দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (EPCA) ৷
সংস্থাটি এক নির্দেশিকায় বলেছে, "NCR (জাতীয় রাজধানী অঞ্চল) - এর অন্তর্গত এলাকায় 15 নভেম্বর সকাল পর্যন্ত হট মিক্স প্লান্ট ও স্টোন ক্রাশারগুলি বন্ধ থাকবে ৷"
নির্দেশিকায় আরও বলা হয়েছে, "15 নভেম্বর পর্যন্ত ফরিদাবাদ, গুরুগ্রাম, নয়ডা, গ্রেটার নয়ডা, সোনিপত, পানিপত, বাহাদুরগড় ও ভীওয়াদিতে সমস্ত কয়লা ও অন্যান্য জ্বালানী নির্ভর শিল্পগুলি বন্ধ থাকবে ৷ দিল্লির যে সমস্ত শিল্প এখনও PNG-র ব্যবহার করছে না, সেগুলিও 15 নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ৷"